শিক্ষা হোক মুক্ত, রাজনীতি নয়!
লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতির বিরুদ্ধে আমাদের অবস্থান ইসলামি ছাত্র পরিষদ – বংশীকুন্ডা
আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি:
এইচএসসি পর্যায়ের কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করছে কিছু লেজুড়বৃত্তিক ছাত্রসংগঠন।
বড় দলের ছায়ায় গড়ে ওঠা এসব সংগঠন শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে।
চরিত্র গঠন ও জ্ঞানের সময়টিতে চলছে দলাদলি, বিভাজন ও ক্ষমতার লোভে ব্যবহারের কৌশল।
লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতির ভয়াবহতা:
১. চিন্তাশক্তির বিকাশে বাধা
২. সহিংসতা ও হিংসার বিস্তার
৩. ‘শিক্ষার্থী’ নয়, বানায় ‘টার্গেট’
৪. নৈতিকতা ধ্বংস করে অপসংস্কৃতির চর্চা
৫. ভবিষ্যতের নেতৃত্ব বিকাশে প্রতিবন্ধকতা
📝 আমাদের দাবি ও আহ্বান:
✅ রাজনৈতিক প্রভাবমুক্ত শিক্ষাপরিবেশ নিশ্চিত করুন
✅ জ্ঞানভিত্তিক ও নৈতিক প্ল্যাটফর্ম গড়ে তুলুন
✅ লেজুড়বৃত্তিক সংগঠনের প্রভাব বন্ধে পদক্ষেপ নিন
👨👩👧 অভিভাবকদের প্রতি বার্তা:
আপনার সন্তান যেন রাজনীতির হাতিয়ার না হয়।
তাদের আলোকিত ভবিষ্যতের জন্য নৈতিকতা, জ্ঞান ও আদর্শে গড়ে তুলুন।
আসুন, সবাই মিলে গড়ি এমন এক শিক্ষাবান্ধব সমাজ—
যেখানে তরুণরা হবে আলোর দিশারী, নয় কোনো গোষ্ঠীর হাতিয়ার।
আল্লাহ আমাদের হেদায়াত দিন।
ইসলামি ছাত্র পরিষদ
বংশীকুন্ডা,মধ্যনগর,সুনামগঞ্জ।