• ঢাকা
  • রবিবার , ১৩ জুলাই ২০২৫ , রাত ০৩:৫৩
  • ২৮ আষাঢ়, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / ফিচার

শিক্ষা হোক মুক্ত, রাজনীতি নয়

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
শিক্ষা হোক মুক্ত, রাজনীতি নয় ই-পেপার/প্রিন্ট ভিউ

শিক্ষা হোক মুক্ত, রাজনীতি নয়!

লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতির বিরুদ্ধে আমাদের অবস্থান ইসলামি ছাত্র পরিষদ – বংশীকুন্ডা

আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি:

এইচএসসি পর্যায়ের কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করছে কিছু লেজুড়বৃত্তিক ছাত্রসংগঠন।

বড় দলের ছায়ায় গড়ে ওঠা এসব সংগঠন শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে।

চরিত্র গঠন ও জ্ঞানের সময়টিতে চলছে দলাদলি, বিভাজন ও ক্ষমতার লোভে ব্যবহারের কৌশল।

লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতির ভয়াবহতা:

১. চিন্তাশক্তির বিকাশে বাধা

২. সহিংসতা ও হিংসার বিস্তার

৩. ‘শিক্ষার্থী’ নয়, বানায় ‘টার্গেট’

৪. নৈতিকতা ধ্বংস করে অপসংস্কৃতির চর্চা

৫. ভবিষ্যতের নেতৃত্ব বিকাশে প্রতিবন্ধকতা

📝 আমাদের দাবি ও আহ্বান:

✅ রাজনৈতিক প্রভাবমুক্ত শিক্ষাপরিবেশ নিশ্চিত করুন

✅ জ্ঞানভিত্তিক ও নৈতিক প্ল্যাটফর্ম গড়ে তুলুন

✅ লেজুড়বৃত্তিক সংগঠনের প্রভাব বন্ধে পদক্ষেপ নিন

👨‍👩‍👧 অভিভাবকদের প্রতি বার্তা:

আপনার সন্তান যেন রাজনীতির হাতিয়ার না হয়।

তাদের আলোকিত ভবিষ্যতের জন্য নৈতিকতা, জ্ঞান ও আদর্শে গড়ে তুলুন।

আসুন, সবাই মিলে গড়ি এমন এক শিক্ষাবান্ধব সমাজ—

যেখানে তরুণরা হবে আলোর দিশারী, নয় কোনো গোষ্ঠীর হাতিয়ার।

আল্লাহ আমাদের হেদায়াত দিন।

 ইসলামি ছাত্র পরিষদ

বংশীকুন্ডা,মধ্যনগর,সুনামগঞ্জ।


ফিচার

আরও পড়ুন