খায়রুল বাশার, ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহ 'ল'- কলেজে'''২০২৩ সালে-এসে এলএলবি লেখা পড়ার পাশাপাশি শুরু হয়। শিউলী রেখা'র সাংবাদিকতার জীবন, এরই মাঝে তার পরিচয় হয় ''সাপ্তাহিক লৌহিত পত্রিকা'র সম্পাদক মোঃ হাফিজুর রহমানের সাথে প্রথম পরিচয় হয়।
পরে, ৭৫ বাংলা অনলাইন নিউজ পোর্টালে'র সম্পাদক মাইনুদ্দিন উজ্জ্বল সাথে, পরিচয় শিউলী রেখা'র।
সত্যের পথে এক অকুতোভয় সৈনিক,মিথ্যা আর অসত্যের বিরুদ্ধে যার, রণকৌশল প্রতিপক্ষকে লন্ডভন্ড করে দেয়। তার মেধা ও প্রতিভা দেখে শিউলী রেখাকে দৈনিক আলোকিত ময়মনসিংহ পত্রিকার ব্যবস্থাপক সম্পাদক আব্দুল হালিম। শিউলী রেখা কে কাজ করার সুযোগ করে দেন।
শিউলী রেখা'র নিরপেক্ষতাই সাংবাদিকতার মূলনীতিতে কাজের সুযোগে সে জনতার কল্যাণে নিরপেক্ষ ভাবে কাজ করতে আব্দুল হালিম সাহেবের একজন আস্থা ভাজন ব্যক্তি হিসেবে তার মনে পুরো জায়গা করে নেন, শিউলী রেখা।
সাংবাদিকতার পাশাপাশি তিনি এরোমা ক্লিনিক এর সাথে সম্পৃক্ত হয়ে সেবামূলক কাজের সাথে নিয়োজিত থেকে সমাজের দোস্ত অসহায় মানুষকে নানান রকম ভাবে সাহায্য করে আসিতেছেন।
শিউলী রেখা'র একটাই ইচ্ছে ছিলো ভালো একটা দৈনিক পত্রিকায় কাজ করার, সাপ্তাহিক লৌহিত পত্রিকার সম্পাদক হাফিজুর রহমান, পরে ৭৫ বাংলা অনলাইন নিউজ পোর্টাল সম্পাদক মাইনুদ্দিন উজ্জ্বল ভাই সহ সম্পাদক মন্ডলির সাথে কথা বলেন দৈনিক আলোকিত ময়মনসিংহ পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করে আসছেন বেশ কিছু দিন যাবত।
দৈনিক আলোকিত ময়মনসিংহ পত্রিকার সম্পাদক আব্দুল হালিম আস্বস্ত করে বলেন, শিউলী রেখা সাংবাদিকতায় একদিন অনেক সুনাম অর্জন করবে, আমি তার ইচ্ছে পুরন করবো ইনশাআল্লাহ।
শিউলী রেখা সাংবাদিক হিসেবে সুনাম অর্জন করতে চান, তিনি আরও বলেন,মিথ্যাকে রূখে হৃদয়ে আকিঁল সত্যের ছবি,সাংবাদিকতা অত্যন্ত সম্মানজনক একটি পেশা। সাংবাদিকতা থেকেই অর্জন করা যায় স্থানীয় পুরস্কার থেকে আন্তর্জাতিক পুরস্কার।
বর্তমানে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় নিয়ে এবং পাঠকদের সামনে সর্বশেষ ঘটনা তুলে ধরাই একজন দক্ষ সাংবাদিক হিসাবে পরিচিত মুখ শিউলী রেখা।
তিনি আরও বলেন সাংবাদিকতার পাশাপাশি একটি সরকারি কর্মসংস্থানে নিয়োজিত রয়েছে। সংবাদ কর্মীদের ও জনগণের গুরুত্বপূর্ণ বিষয়ে বন্ধু হয়ে নির্বিশেষে সেবাই সর্বদা নিয়োজিত থাকতে চাই, তাই সংবাদ কর্মীদের সকলের সহযোগিতা ও প্রত্যাশা কামনা করছি ইনশাআল্লাহ ।