ক্ষণিক নিবাস
আমার একটা ছোট্ট বাড়ি হোক,
আর সেই বাড়ির নাম হোক “ক্ষণিক নিবাস ”।
সেই বাড়ির সব কিছুই হোক ক্ষণিকের জন্য,
আমার স্মৃতিশক্তিও যেন ক্ষণিকের জন্য স্থায়ী হয়,
ঠিক গোল্ডফিশের মতো ১০ সেকেন্ড।
যেন দুনিয়ার দুঃখ, কষ্ট আমাকে আঁকড়ে ধরে,
বেশিক্ষণ যন্ত্রণা দিতে না পারে।
আর আমার ক্ষণিক নিবাসে ছোট্ট একটা জানালা থাকুক,
যেই জানালার ওপাশ থেকে আমি দুনিয়ার রঙ্গতামাশা উপভোগ করবো।
-জুবাইর তালুকদার