• ঢাকা
  • মঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫ , রাত ১২:২৭
  • ৩ অগ্রহায়ণ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / জাতীয়

লোহাগড়ায় তিলক্ষেত থেকে অজ্ঞাত নারীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
লোহাগড়ায় তিলক্ষেত থেকে অজ্ঞাত নারীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। ই-পেপার/প্রিন্ট ভিউ

মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়ন ও দিঘলিয়া ইউনিয়ন এর মাঝে মাঠের মধ্যে তিলক্ষেত থেকে কোলা-বয়রা সীমান্ত থেকে অজ্ঞাত এক নারীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ লোহাগড়া থানা পুলিশ।

সোমবার (২৩ জুন) দুপুরের পরে মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শরিফুল ইসলাম গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুরের দিকে ওই গ্রামের কৃষক সাখাওয়াত হোসেনসহ

কয়েকজন মাঠে কর্তনকৃত তিল তুলতে গেলে মানুষের মাথার খুলি ও হাড্ডিগুড্ডি দেখতে পাই।এ সময় তারা অবস্থায় তাৎক্ষণিকভাবে লোহাগড়া থানা পুলিশকে খবর দেয়।

 এবং খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একজন মহিলার মরদেহ এবং অনেক আগেই তার মৃত্যু হয়েছে। শরীরে কেন মাংসনে হাড্ডি ছাড়া।

আরও বলেন,মরদেহের ডিএনএ পরীক্ষা ও ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ ও পরিচয় শনাক্ত করা সম্ভব হবে।


সারাবাংলা

আরও পড়ুন