ফয়সাল আজম অপু, স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নুরুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতিউর রহমান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা কৃষি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, উপজেলা প্রকৌশলীগণ, আনসার ও ভিডিপি কর্মকর্তা এবং সোনামসজিদ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতি ফয়সাল আজম অপু সহ অন্য প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ, ৫৩ বিজিবির প্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর প্রতিনিধিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, শিক্ষাবিদগণ এবং সদর উপজেলার প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।
সভায় ইউএনও মোঃ নুরুল ইসলাম উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা জানতে চান এবং এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এছাড়া সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধ, মাদক, বাল্যবিয়ে এবং সংশ্লিষ্ট মামলাগুলোর অগ্রগতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।