• ঢাকা
  • বুধবার , ৯ জুলাই ২০২৫ , রাত ১২:০৪
  • ২৪ আষাঢ়, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / জাতীয়

বাগমারায় পাহারাদার'কে হাত-পা বেঁধে রেখে মাছ-চুরি, থানায় অভিযোগ

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
বাগমারায় পাহারাদার'কে হাত-পা বেঁধে রেখে মাছ-চুরি, থানায় অভিযোগ ই-পেপার/প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার-

রাজশাহী'র বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নের নিমপাড়া গ্রামের এক পুকুরে বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় দুইটার দিকে মাছ চুরির ঘটনা ঘটেছে।

এ সময় সংঘবদ্ধ চোরের দল বাবলুর রহমান নামের এক পাহারাদার কে হাত-পা ও মুখ বেঁধে রাখে। পরে ট্রাকযোগে প্রায় চল্লিশ লাখ টাকার মাছ চুরি করে নিয়ে গেছে বলে থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মাড়িয়া ইউনিয়নের নিমপাড়া গ্রামে সাত একর পরিমান জমির পুকুর/দিঘীতে লিজ নিয়ে বালিয়া গ্রামের আব্দুস সামাদ, রেজাউল করিম, শফিকুল ইসলাম ও হেলাল উদ্দীন এই চারজন মিলে মাছ চাষ করে আসছেন। মাছ পাহারা দেওয়ার জন্য বাবলুর রহমান নামের একজন পাহারাদার নিযুক্ত রেখেছেন।

বৃহস্পতিবার দিবাগত রাতে পুকুর পাড়ের একটি টিনসেড ঘরে পাহারাদার কে বেধে রাখে চোরের দল। এরপর জাল নামিয়ে মাছ ধরে ট্রাকে উঠিয়ে নিয়ে যায়। সরেজমিন গিয়ে পুকুর পাড়ে ট্রাকের চাকার চিহ্ন দেখতে পাওয়া গেছে। স্থানীয়দের ধারনা দুই/ তিনটি ট্রাকে মাছ চুরি করে নিয়ে যাওয়া হয়েছে।

ভোরে রাস্তায় হাঁটতে আসা কয়েকজন নারী পাহারাদারের গোঙ্গানীর আওয়াজ পেয়ে টিনসেডের ওই ঘরে এগিয়ে যায়। এসময় তারা অন্যান্যদের জানালে তারা এসে ওই পাহারাদার কে উদ্ধার করে।

লিজ গ্রহিতাদের একজন রেজাউল করিম জানান, মাছ চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছি। রাত প্রায় দুইটার দিকে প্রহরীকে বেধে রেখে কে বা কাহারা গাড়িতে করে প্রায় চল্লিশ লাখ টাকার মাছ চুরি করে নিয়ে গেছে।স্থানীয় ইউপি সদস্য আব্দুল মজিদ জানান, এই এলাকায় মাছ চুরির ঘটনায় অন্যান্য মাছচাষীদের মাঝে আতংক দেখা দিয়েছে।বাগমারা থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান,অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।

অভিযুক্তদের সনাক্ত করে আইনের আওতায় আনার জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।


সারাবাংলা

রাজশাহী

বাগমারা

আরও পড়ুন