ই-পেপার/প্রিন্ট ভিউ
মোঃ সারোয়ার হোসেন অপু বিশেষ প্রতিনিধি, নওগাঁ।
বদলগাছীতে পলিথিন নিষিদ্ধের সর্তকতামূলক লিফলেট বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান।
জানা যায়, নওগাঁর বদলগাছীতে আজ বৃহস্পতিবার বিকেল ৪ টায় পলিথিন নিষিদ্ধের সর্তকতামূলক লিফলেট বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, নিষিদ্ধ পলিথিন/পলিপ্রপাইলিন শপিং ব্যাগের বিরুদ্ধে ০১ নভেম্বর ২০২৪ হতে অভিযান পরিচালিত হবে।
সূত্রে আরও জানা গেছে, প্লাস্টিক দূষণ রোধ করি বর্তমান ও আগামী প্রজন্মের জন্য টেকসই পরিবেশ গড়ি। এই স্লোগান কে সামনে রেখে পরিবেশ অধিদপ্তর সারাদেশ ব্যাপী নিমোক্ত কর্মসূচী গ্রহন করেছে।
পলিথিন/পলিপ্রপাইলিন এর তৈরি শপিং ব্যাগ উৎপাদন/বাজারজাতকরণ/ব্যবহার আইনত নিষিদ্ধ।
• এ নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষ্যে আগামী ০১ নভেম্বর ২০২৪ হতে দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালিত হবে।
• নিষিদ্ধ পলিথিন/পলিপ্রপাইলিন শপিং ব্যাগের পরিবর্তে কাপড়। কাগজ। পাটের তৈরি পরিবেশ বান্ধব বিকল্প ব্যাগ। ধারক/ মোড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো।
• সকল ব্যবসায়ী/দোকান মালিক/বিক্রেতাকে পলিথিন/পলিপ্রপাইলিন শপিং ব্যাগে পন্য সরবরাহ না করার জন্য অনুরোধ করা হলো।
• সর্বসাধারণকে পলিথিন/পলিপ্রপাইলিন ব্যাগ ব্যবহার/বহন না করার জন্য অনুরোধ করা হলো।
এ বিষয়ে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসানের কাছে জানতে চাইলে তিনি জানান, প্লাস্টিক দূষণ রোধ করি বর্তমান ও আগামী প্রজন্মের জন্য টেকসই পরিবেশ গড়ি। এই স্লোগান কে সামনে রেখে পরিবেশ অধিদপ্তর সারাদেশ ব্যাপী কিছু কর্মসূচী গ্রহন করেছে। বদলগাছী উপজেলা ও এই আওতার বাহিরে নয়। আজ সর্তক করা হলো। আগামীকাল থেকে পলিথিন ব্যবহার কারীর বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হবে।