• ঢাকা
  • মঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫ , রাত ০১:৪৪
  • ৩ অগ্রহায়ণ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

মধ্যনগরে জমে উঠেছে হযরত পির আলী মৌলার ভক্তগণের মিলন মেলা

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
মধ্যনগরে জমে উঠেছে হযরত পির আলী মৌলার ভক্তগণের মিলন মেলা ই-পেপার/প্রিন্ট ভিউ

 স্টাফ রিপোর্টার_মোঃ শফিকুল ইসলাম 

 সুনামগঞ্জের মধ্যনগর ২ নং দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন নতুন বাজার সাতুর গ্রামে হযরত পির আলী মৌলার ১২ তম বাৎসরিক ওরস মাহফিল ২২_২৩ মাঘ ১৪৩১বাংলা ৫_৬ ফেব্রুয়ারি বুদ ও বৃহস্পতিবার  

মাজার ও মেলা কমিটির সভাপতি নূর মিয়া বলেন দীর্ঘ দুই বছর পর আল্লাহর অশেষ মেহেরবানীতে আমরা ২০২৫ সালে হযরত পিড়ালি মৌলার অনুষ্ঠান করতে পেরে আমরা এলাকাবাসী আনন্দিত। ফিরে পেয়েছে পিরালী মৌলার প্রাণ। হাজার হাজার পাগল ভক্তগণের আনন্দ উল্লাস মেতে উঠেছে কাওয়ালী শামা ও বাউল গান। কিনা হচ্ছে শুধু ছোট ছোট ছেলে মেয়েদের বিভিন্ন প্রকার খেলনা। খাওয়া হচ্ছে কদমা বাতাসা জিলাপি সন্দেশ আরো হরেক রকম খাবার।এবং মাজারে মানত আসছে গরু খাসি মুরগি আরো কত কি। সভাপতি নুরু মিয়া আরো বলেন কেউ মাদকে আসক্ত হবেন না যথেষ্ট পরিমাণে আইন-শৃঙ্খলা মোতাইন রয়েছে। এবং দক্ষিণ বংশীকুন্ডা বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি যুবদল ছাত্রদল ও বিএনপি'র সহযোগী অঙ্গ সংগঠন জেলা উপজেলা বিএনপি নেতৃবৃন্দ মনিবর গোসাই নামে এক জমিদার ছিলেন  

হযরত পিরআলী মাওলার কারামত মুজেজা দেখে উনিও অবশেষে হযরত পীরালী মাওলার হাত ধরে বায়াত গ্রহণ করেন। এবং পুকুর পাড়ে ছিলেন এক বুড়ির মায়ের বাড়ি, সব সময় পিরালি মৌলার খেদমতে মগ্ন থাকতেন । পুকুর পাড়ে ছিলেন বড় এক গেরস্থের বাড়ি উনি চাষ বাস করে জীবন জীবিকা অর্জন করতেন গেরস্থের গোয়ালে ছিলেন কালো রঙ্গের একটি গাভী একদিন স্বপ্নযোগে দেখায় ।আমার গোয়াইলের গাভী হইতে একটি ষাঁড় বাছুর জন্ম নিবে ধীরে ধীরে বড় হবে যখন উপযুক্ত হবেন হযরত বিড়ালি মওলার উসিলায় পুকুর হইতে একটি ষাড় গরু উঠবেন সেই ষাড় গরু হবেন স্বর্ণের লড়াই হবে গেরস্থের ষাড় জিতবেন। কিন্তু ভুল বসত ও গরুর দুগ্ধ। ফানান এবং খাওয়া যাবেনা 

তাহলে গেরস্থের ষাড় হেরে যাবেন , ভুল করলে বংশবুনিয়াদ ধ্বংস হয়ে যাবে পরিশেষে গেরস্তের ষার ও পীর আলী মৌলর গাইবি ষাড় লড়াই হয় ভাগ্যের নির্মম পরিহাস স্বর্ণের ষার জিতে যায় কে বা কাহারা ভুল করিয়া গাভীর দুগ্ধ পান করিয়া ফেলে। অবশেষে গেরস্থের বংশ নির্বংশ হয়ে যায়। এবং অন্য অন্য মজেদা থেকে পাওয়া যায় কোন ব্যক্তি যদি একটি পান একটি সুপারি দিয়ে পুকুরের ঘাটে যিনি এক নিয়তে মান্নত করতেন পাগলের দরবারে তার মনের আশায় পূর্ণ করতেন যাহারা চাইতেন তাহাই পাইতেন । আল্লাহর অলি হযরত পীর আলী মোলা রাহমাতুল্লাহি আলায়ের, ধরবারে শত শত ভক্তের আনাগোনা অসংখ্য লোকের সমাগম এবং দুইদিন ব্যাপী ওরশ মাহফিল হয়


সুনামগঞ্জ

মধ্যনগর

আরও পড়ুন