• ঢাকা
  • রবিবার , ১৩ জুলাই ২০২৫ , ভোর ০৫:০২
  • ২৮ আষাঢ়, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পরিচয়ে ছিনতাইয়ের সময় প্রতারককে জনতার গণধোলাই

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
চাঁপাইনবাবগঞ্জে ডিবি পরিচয়ে ছিনতাইয়ের সময় প্রতারককে জনতার গণধোলাই ই-পেপার/প্রিন্ট ভিউ

ফয়সাল আজম অপু, স্টাফ রিপোর্টারঃ

চাঁপাইনবাবগঞ্জের জামতলা এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের সময় এক প্রতারককে গণধোলাই দেয়ার ঘটনা ঘটছে। গণধোলাইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে সদর উপজেলার চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা সড়কের জামতলা এলাকায় ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে একটি অটোরিক্সা থামিয়ে মাদক তল্লাশির কথা বলে ওই অটোরিক্সা চালকের ২৭ হাজার টাকা ছিনতায় করে। একপর্যায়ে অটোরিক্সা চালকের চিৎকারে আশপাশের মানুষ এসে তাকে ধাওয়া করে আটক করে গণপিটুনি দেয়। গণপিটুনির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় নিয়ে আসে।

আটককৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নিউ ইসলামপুর মহল্লার খায়রুল বাশারের ছেলে মশিউর রহমান।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, এই মশিউর রহমান দীর্ঘদিন থেকে মিথ্যা ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই করে আসছিলো। আমরা তাকে আটকের তৎপরতা চালাচ্ছিলাম। আজ জামতলা এলাকায় আবারও ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের সময় স্থানীয় জনতা তাকে আটক করে। এখন সে থানা হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


চাঁপাইনবাবগঞ্জ

আরও পড়ুন