• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ১০ জুলাই ২০২৫ , রাত ০১:০১
  • ২৫ আষাঢ়, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

পাইকগাছায় ঈদুল ফিতর উপলক্ষে চাঁদখালী ও লস্করে ভিজিএফ চাল বিতরণ

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
পাইকগাছায় ঈদুল ফিতর উপলক্ষে   চাঁদখালী ও লস্করে ভিজিএফ চাল বিতরণ ই-পেপার/প্রিন্ট ভিউ

 মোঃ খোরশেদ আলম,পাইকগাছা ( খুলনা)  প্রতিনিধি।। 

  পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে খুলনার পাইকগাছায় চাঁদখালী ও লস্কর ইউনিয়নে দুস্থ ও অতি দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ এর ১০কেজি করে আতপ চাল বিতরণ করা হয়েছে।  সংশ্লিষ্টরা বলছেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের সহযোগিতায় সকল ইউনিয়ন পরিষদ এ চাল বিতরন করা হচ্ছে।  বৃহস্পতিবার সকালে চাঁদখালী ইউনিয়ন পরিষদ ট্যাগ অফিসার উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো, হুমায়ুন কবির ও ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ সরদারসহ সংশ্লিষ্ট ইউপি সদস্যদের উপস্থিতিতে চাল বিতরণ শুরু হয় এবং চলবে ক'দিন ধরে।

চাঁদখালী ইউনিয়ন পরিষদ সচিব মো,আব্বাস আলী জানান, তালিকাভুক্ত ৩ হাজার ৫ শত ১৫ পরিবারে  পর্যায়ক্রমে ভিজিএফ চাল বিতরণ করা হবে। 

এদিকে লস্কর ইউনিয়ন পরিষদে একদিনে এ চাল বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে চাল বিতরনকালে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানা,ট্যাগ অফিসার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো,আতাউল্লাহসহ ইউপি সদস্যরা। পরিষদ সচিব জানান,ফারুক হোসেন জানান,আসন্ন ঈদ উপলক্ষে ইউনিয়নের ১ হাজার ৯শত ৫ পরিবারে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।


খুলনা

আরও পড়ুন