স্টাফ রিপোর্টার রংপুর।
বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী রংপুর রেঞ্জ ও জেলার যৌথ উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
আজ ( ২৬ মার্চ) বুধবার সূর্যদয়ের সাথে সাথে নগরীর পাবলিক লাইব্রেরি মাঠে শহিদ মিনারে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ বিভিএম, পিভিএমএস এর নেতৃত্বে এবং রংপুর রেঞ্জ ও জেলার উদ্যোগে পৃথক পৃথকভাবে পুস্পস্তবক অর্পণ করা হয়।
পরে আনসার ভিডিপি’র কার্যালয়ে জাতীয় পতাকা ও বাহিনীর পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল ৯টায় রংপুর স্টেডিয়ামে আনসার ভিডিপি সদস্যদের কুচকাওয়াজ প্রদর্শন এবং বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে সালাম প্রদর্শন করা হয়।
বিকেলে নগরীর মাহিগঞ্জ আনসার ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে স্বাধীনতা, মুক্তিযুদ্ধের বীর শহিদদের আত্মার মাগফিরাত এবং জাতীয় সুখ, শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে দোয়া মাহফিল, মোনাজাত ও প্রীতিভোজ আয়োজন করা হয়।
এই কর্মসূচিতে রংপুর জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলার সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ সাইদুল ইসলাম, সদর উপজেলা আনসার ভিডিপি’র কর্মকর্তা বিজন দত্ত, সদর উপজেলা প্রশিক্ষক মোঃ মনিরুজ্জামান, রেঞ্জ ও জেলা কর্মকর্তা,কর্মচারীগণ, ব্যাটালিয়ন আনসারের বিভিন্ন পদবির সদস্যবৃন্দ সহ উপস্থিত সাংবাদিকবৃন্দ।