• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ১৭ জুলাই ২০২৫ , সকাল ০৬:৩৮
  • ২ শ্রাবণ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী ফুলকুড়ি ইসলামিক একাডেমির প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যেগে ইফতার মাহফিল

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী ফুলকুড়ি ইসলামিক একাডেমির প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যেগে ইফতার মাহফিল ই-পেপার/প্রিন্ট ভিউ

ফয়সাল আজম অপু, স্টাফ রিপোর্টারঃ

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফুলকড়ি ইসলামিক একাডেমির প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন "স্টুডেন্ট এসোসিয়েশন অফ ফুলকুড়ি ইসলামিক একাডেমি" এর উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও মিলন মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ২৭ রমজান শুক্রবার (২৮ মার্চ) উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

ইফতার মাহফিল, দোয়া ও মিলনমেলা অনুষ্ঠানের কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার গোলাম আরিফের সঞ্চালনায় ও প্রধান শিক্ষক মোঃ আব্দুল আহাদের সার্বিক তত্ত্বাবধানে, সভাপতিত্ব করেন "এক্স স্টুডেন্ট এসোসিয়েশন অফ ফুলকুড়ি ইসলামিক একাডেমি"র সভাপতি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক, সততা ক্রোকারিজ এর স্বত্ত্বাধিকারী মোঃ মনিরুল ইসলাম। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি এবং স্কুলের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি অধ্যাপক মোঃ লতিফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক প্রধান শিক্ষক ও নবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র প্রেজেন্ট স্কুল কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম, প্রাক্তন শিক্ষক ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ মোখলেশুর রহমান, স্কুল কমিটির সাবেক সভাপতি এবং ইকরা ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, নবাবগঞ্জ সিটি কলেজের অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকী (নয়ন) প্রমূখ। 

এছাড়াও স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের মাঝ থেকে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ ২৫০ সয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আর এম ও ডাঃ মোঃ আব্দুস সামাদ, বুয়েটের সাবেক শিক্ষার্থী ইঞ্জিনিয়ার মাহমুদুর রহমান, রুয়েটের সাবেক শিক্ষার্থী এবং রুয়েট ইউআরপি বিভাগের এসিস্ট্যান্ট প্রফেসর ইঞ্জিনিয়ার মোঃ শাকিল আর সালান, কুয়েটের সাবেক শিক্ষার্থী ইঞ্জিনিয়ার মোঃ জাহিদ মাহমুদ আবির, মেরিন ইঞ্জিনিয়ার মামুন আসাদুজ্জামান, কবি ওয়াহিদ আল হাসান, ঢাকা মেডিকেল কলেজের এপসিপিএস পাট-২ ট্রেইনি ডাঃ রিফাত জাহান সহ এসোসিয়েশন এর সেক্রেটারি আব্দুল্লাহ খান প্রমূখ। এছাড়া উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান ও প্রাক্তন ১ হাজার শিক্ষার্থীদের আগমনে মিলনমেলা আনন্দঘন এক উৎসবমূখর পরিবেশ সৃষ্টি করে।

দেশ, জাতির সমৃদ্ধি ও কল্যান কামনায় দোয়া পরিচালনা করেন ইকরা ট্রাস্ট জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ ইউসুফ আলী।


চাঁপাইনবাবগঞ্জ

আরও পড়ুন