• ঢাকা
  • রবিবার , ১৩ জুলাই ২০২৫ , ভোর ০৪:৫৪
  • ২৮ আষাঢ়, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

তাহিরপুরে চারটি গ্রামের দেড় শতাধিক পরিবারের ঈদ উদযাপন

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
তাহিরপুরে চারটি গ্রামের দেড় শতাধিক পরিবারের ঈদ উদযাপন ই-পেপার/প্রিন্ট ভিউ

নিজস্ব প্রতিবেদক: 

সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারটি গ্রামের দেড় শতাধিক পরিবারের মানুষ। 

তারা চট্টগ্রামের সাতকানিয়ার মির্জা কিল দরবার শরীফ এর অনুসারী তারা। আজ রবিবার সকাল ১০টায় আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পাশে আমতৈলী জামে মসজিদ ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন, মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারী তাজুল ইসলাম।

গ্রাম গুলো হল, উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের আমতৈল,পুরানঘাট, হলহলিয়া, রজনীলাইন গ্রামের দের শতাধিক পরিবারে। প্রতি বছরের মত সৌদি আরবের সাথে মিল রেখে তারা রোজাও রেখেছে আর ঈদুল ফিতর উদযাপন করছে।

ঈদ উদযাপনকারী আমতৈল গ্রামের বাসিন্দা আব্দুল রশিদ, মোঃ ইমরান হোসেন, মোঃ রতন মিয়া, জানান, চট্টগ্রামের সাতকানিয়ার মির্জা কিল দরবার শরীফ এর অনুসারী তারা। তাদের পূর্ব পুরুষরা ওই দরবার শরীফের মুরিদ। সেখানকার দিক-নির্দেশনা অনুযায়ী তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখেই রোজা ও পবিত্র ঈদুল ফিতর পালন করেন।

ঈদ উদযাপনকারী রজনীলাইন এর মোঃ রহম আলী, মোঃ আবুল হোসেন, মোঃ হাবিবুর জানান, আমাদের পুর্ব পুরুষদের মতানুসারে প্রতি বছরের মত এবারও আমরা উৎসব মুখর পরিবেশে ঈদুল ফিতর পালন করছি। ঈদের নামাজ ও পড়েছি,খুব ভাল লাগছে। তবে ইদুল ফিতর আমরা আগে পালন করলেও ঈদুল আযহা সারাদেশের ন্যায় উদযাপন করি।

তাহিরপুর থানা অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন জানান, উপজেলার আমতৈল গ্রামে প্রতি বছরের মতো সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতরের জামাত আদায় করেছে। তাদের নিরাপত্তা দিতে থানা পুলিশের একটি দল সেখানে পাঠানো হয়েছে।


তাহিরপুর

সুনামগঞ্জ

ঈদ মোবারক

আরও পড়ুন