ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সম্প্রচারে বিঘ্ন ঘটায় সিনেমা হলে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে বিক্ষুব্ধ দর্শকেরা। মঙ্গলবার (০১ এপ্রিল ২০২৫ ) রাত সাড়ে ৮ টার দিকে ওই ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঈশ্বরগঞ্জ পৌর বাজারের মাছ মহালে সোনালী টকিজ নামে সিনেমা হলে ঈদ উপলক্ষে বরবাদ সিনেমা চলছে। এতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার শোতে বিভিন্ন এলাকার দর্শক আসেন। সাড়ে ৭টা পর্যন্ত সিনেমা ঠিকঠাক মতো চলার পর যান্ত্রিক ত্রুটির কারণে সাউন্ড সিস্টেম বন্ধ হয়ে যায়। এরপর ৩০ মিনিট পর্যন্ত সময় নিয়েও সাউন্ড সিস্টেম ঠিক না হওয়ায় ক্ষুব্ধ হন দর্শকরা। পরে হামলা চালিয়ে সিনেমা হলের ভেতরে বসার চেয়ার, টেবিল, বেঞ্চ ভাঙচুর চালায়। পাশাপাশি সিনেমা হলের পোস্টার ছিড়ে নিচের কক্ষে অগ্নিসংযোগ করে। পড়ে স্থানীয় একদল যুবক এসে বিক্ষুব্ধদের ধাওয়া দিলে সিনেমা হল এলাকা ত্যাগ করে বিক্ষুব্ধরা।
এ প্রসঙ্গে বিক্ষুব্ধ দর্শকেরা জানান, যান্ত্রিক ত্রুটির সময় হল কর্তৃপক্ষ কলাপসিবল গেটে তালা দিয়ে চলে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে তারা ভাঙচুর চালায়।
ঘটনার খবর পেয়ে সিনেমা হলে গেলে হলটি পরিচালনা করা হারুনুর রশিদকে পাওয়া যায়নি। পরে এ প্রসঙ্গে কথা হয়
হারুনুর রশিদের ছেলে লিমনের সঙ্গে। লিমন জানান, তার বাবা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় তিনি বাসায় বিশ্রামে চলে গেছেন।
ঈশ্বরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমার দাস বলেন, 'সিনেমা চলার সময় সাউন্ড সিস্টেমে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। সেটি মেরামত করতে না পারায় কর্তৃপক্ষ বাইরে থেকে সাউন্ড সিস্টেম ভাড়া করে আনতে যায়। কিন্তু বাইরে কলাপসিবল গেটে তালা দেখে দর্শকেরা বিক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালায়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।