ই-পেপার/প্রিন্ট ভিউ
মোঃ সারোয়ার হোসেন অপু, বিশেষ প্রতিনিধিঃ(নওগাঁ)
নওগাঁর বদলগাছী উপজেলার ধলাহার গ্রামে অবস্থিত ধলাহার নুরানি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত এক ওয়াজ মাহফিলকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। মাহফিলের প্রধান আলোচক হিসেবে আমন্ত্রিত হাফেজ মুফতি মাওলানা সালমান সাদি অভিযোগ করেছেন, তাকে অনুষ্ঠানে দাওয়াত দিয়ে এনে এক টাকাও প্রদান না করেই বিদায় দেওয়া হয়েছে।তবে তিনি মাহফিল কন্টাক করার সময় তাকে ১৫০০ টাকা অগ্রিম দেওয়া হয়েছিলো।
সালমান সাদি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে জানান, তিনি কুমিল্লা থেকে প্রাইভেট কারে বদলগাছী এসে মাহফিলে অংশগ্রহণ করেন, যাতায়াত বাবদ তার প্রায় ১৫ হাজার টাকা খরচ হয়েছে। অথচ আয়োজক পক্ষ থেকে কোনো সম্মানী কিংবা যাতায়াত খরচ দেওয়া হয়নি, যা তাকে মর্মাহত করেছে।
উক্ত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল।
সভায় সভাপতিত্ব করেন স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ মোকছেদ আলী মন্ডল।
ওয়াজ মাহফিল পরবর্তী এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই আয়োজকদের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন, আবার কেউ কেউ পুরো ঘটনার পেছনে ভুল বোঝাবুঝির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না।