• ঢাকা
  • রবিবার , ১৩ জুলাই ২০২৫ , ভোর ০৫:০৬
  • ২৮ আষাঢ়, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

খিলখেত থানার ওসি কামাল হোসেনের বিভিন্ন অনিয়ম ও গণমাধ্যম কর্মীর সাথে দূব্যবহার অভিযোগ

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
খিলখেত থানার ওসি কামাল হোসেনের বিভিন্ন অনিয়ম ও গণমাধ্যম কর্মীর সাথে দূব্যবহার অভিযোগ ই-পেপার/প্রিন্ট ভিউ

নিজেস্ব প্রতিবেদন :

গত ২৭/০৩/২৫ তারিখে খিলখেত থানার ডুমনী তে অনুষ্ঠিত এক ইফতার পার্টিকে কেন্দ্র করে ডুমনি টেকপাড়ার কিছু ছাত্রলীগের নেতাকর্মীরা স্থানীয় বিএনপির প্রায় ৬ জনকে কুপিয়ে রক্তাক্ত করে। ঘটনার পরপরই ভুক্তভোগী রা থানায় অভিযোগ দায়েরের জন্য গেলে থানার ওসি কামাল হোসেন অভিযোগ নিতে টালবাহানা শুরু করে, পরবর্তী তে অভিযোগ নিলেও কোন রকম তদন্ত ছাড়াই তিনি ছাত্রলীগের দায়ের করা মামলা গ্রহণ করে এবং ভুক্তভোগী নাসির উদ্দিন নাসু কে মামলা না করার হুমকি দেন। এমতাবস্থায় সাংবাদিক মাহবুব হাসান স্বাধীন থানায় ভুক্তভোগী দের মামলা না নেয়ার কারণ জানতে চাইলে ওসি কামাল হোসেন তার সাথে ও খারাপ ব্যবহার করে এবং থানা থেকে চলে যেতে বলেন। উক্ত ঘটনার প্রতিবাদে সাংবাদিক মহলে তীব্র নিন্দার ঝড় উঠে।

ছাত্র জনতার রক্তের বদলে পাওয়া বাংলাদেশে এখনো কিভাবে কামাল হোসেন এর মত আওয়ামী লীগের দালাল রা বসে আছে তা সমাজের প্রশ্ন???


সারাবাংলা

আরও পড়ুন