হানিফ মিয়া স্টাফ রিপোর্ট (রংপুর) :-
রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবারি বাসষ্ট্যান্ডে ৫ এপ্রিল ২০২৫ নিয়মিত চেকপোস্ট চলাকালীন সময়ে বিভিন্ন বাস হতে অবৈধভাবে চাঁদা আদায় করার সময় সেনা কর্মকর্তারা দেখতে পেয়ে ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ ব্রিগেডের ৩৪ ইষ্ট বেংগল,পীরগঞ্জ ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ তাসফিন ইসলাম ফাহিম (ক্যাম্প কমান্ডার, পীরগঞ্জ) নির্দেশে শঠিবাড়ী বাস ষ্ট্যান্ডে সেনাবাহিনী ও পুলিশ বাসষ্ট্যান্ড এলাকায় চাদাবাজদের ধরতে অভিযান পরিচালনা শুরু করলে ২ জন চাঁদাবাজ চাঁদাবাজির টাকা সহ হাতে-নাতে ধরা পরে । দুইজনই মিঠাপুকুর উপজেলার ১নং আসামি দূর্গাপুর গ্রামের আফজাল হোসেনের পুত্র নাজমুল ইসলাম, ২নং আসামি বড় মির্জাপুর গ্রামের আ: মান্নানের পুত্র শফিকুল ইসলাম। জব্দকৃত চাঁদার পরিমাণ ৭২৮০ টাকা। পরবর্তীতে দুই চাঁদাবাজ ও জব্দকৃত অর্থসহ মিঠাপুকুর থানায় হস্তান্তর করেন পীরগঞ্জ সেনা কর্মকর্তাবৃন্দ।