• ঢাকা
  • বুধবার , ৯ জুলাই ২০২৫ , রাত ১২:১৪
  • ২৪ আষাঢ়, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন ই-পেপার/প্রিন্ট ভিউ

ফয়সাল আজম অপু, স্টাফ রিপোর্টারঃ

বৃহস্পতিবার (১০ এপ্রিল) চাঁপাইনবাবগঞ্জে সারাদেশের ন্যায় শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষাসমূহ৷ সকাল ১০টা থেকে এই প্রথম এসএসসি পরীক্ষায় বসছিলো শিক্ষার্থীরা।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ এসএসসি ও সমমানের পরীক্ষা জেলা সদরের কালেক্টরেট গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করা হয়৷ এ সময় চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিপিএম-সেবা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৫ শুরুর প্রথম দিন অনুপস্থিত ছিলেন ২৩৩ জন শিক্ষার্থী। এই দিন সকালে সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জ জেলাব্যাপী ২৭টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা শুরু হয়।  

জেলা প্রশাসনের শিক্ষা শাখা সূত্র জানায়, এসএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১০৩ জন পরীক্ষার্থী। পরীক্ষায় অংশগ্রহণ করেন ৯ হাজার ২৩৮ জন পরীক্ষার্থী। মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিলের কুরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১০৭ শিক্ষার্থী। দাখিল পরীক্ষায় অংশ নেন ২ হাজার ৭৭৮ জন পরীক্ষার্থী। এছাড়া ভোকেশনাল (স্কুল-মাদ্রাসা) বাংলা ২য় পত্র পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২৩ জন। পরীক্ষায় অংশ নেন ১ হাজার ৩৭৩ পরীক্ষার্থী।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার (শিক্ষা) মো:আতিকুর রহমান বলেন, জেলাব্যাপী সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি। কোন বহিস্কারের ঘটনা ঘটে নি।


চাঁপাইনবাবগঞ্জ

আরও পড়ুন