আবু জাহান তালুকদার, তাহিরপুরঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন জামায়াতে ইসলামীর জনশক্তি ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে ইউনিয়নের শ্রীপুর বাজারে ইউনিয়ন জামায়াতে ইসলামী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের যৌথ আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উত্তর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোস্তফা কামালের সভাপতিত্বে ও তাহিরপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী, জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা তোফায়েল আহমদ খান।
এসময় সমাবেশে সুনামগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান দুলাল, সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. দিলশাদ মিয়া, তাহিরপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল আলীম ইমতিয়াজ-সহ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।