• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ১০ জুলাই ২০২৫ , রাত ১২:৩৭
  • ২৫ আষাঢ়, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

ধর্মপাশায় সেনাবাহিনীর যৌথ অভিযানে ইউপি সদস্য জায়েদ নুর গ্রেপ্তার

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
ধর্মপাশায় সেনাবাহিনীর যৌথ অভিযানে ইউপি সদস্য জায়েদ নুর গ্রেপ্তার ই-পেপার/প্রিন্ট ভিউ

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য জায়েদ নুরকে (৫৩) সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে রাজাপুর (রংপুরহাটি) গ্রামে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে দেশীয় অস্ত্র সহ গ্রেপ্তার করে যৌথ বাহিনী। পরে যৌথ বাহিনী তাকে থানায় হস্তান্তার করে। তিনি রাজাপুর (রংপুরহাটি) গ্রামের মৃত লালনের ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, দেশীয় অস্ত্র সহ সজ্জিত হওয়া অপরাধ মূলক কার্যক্রম করার সময় পায়তারা করার সময় তার বসত ঘর থেকে গ্রেপ্তার করা হয়। আসামীর বসত ঘর তল্লাশী করে রামদা, দা, হাকিস্টিক সহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ বিষয়ে পুলিশ বাদি হয়ে ধর্মপাশা থানায় তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলা দায়ের করে।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে জায়েদ নুরকে গ্রেপ্তার করা হয়। আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


সুনামগঞ্জ

আরও পড়ুন