• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ১০ জুলাই ২০২৫ , রাত ১২:২৭
  • ২৫ আষাঢ়, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

নড়াইলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পরিবহন শ্রমিক হত্যা,

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
নড়াইলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পরিবহন শ্রমিক হত্যা, ই-পেপার/প্রিন্ট ভিউ

মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।

 নড়াইলে প্রকাশ্য দিবালোকে মোশারফ মুন্সি মুসা (৪৫) নামে নড়াইল এক্সপ্রেস পরিবহনের এক বাস সুপারভাইজারকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১২ এপ্রিল) দুপুরে নড়াইল শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত মোশারফ মুন্সি মুসা নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের দলজিৎপুর গ্রামের শামসুর রহমান মুন্সীর ছেলে। তিনি দীর্ঘদিন নড়াইল এক্সপ্রেস বাসের চালক হিসেবে কাজ করার পর সম্প্রতি সুপারভাইজারের দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১২ এপ্রিল) মোশারফ মুন্সি মুসা নতুন বাস টার্মিনালে বসে ছিলেন। এসময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা অতর্কিত ভাবে তার ওপর হামলা চালায় এবং তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।

এ-সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে কী কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা জানা যায়নি। তবে পূর্বশত্রুতা বা বাস সংক্রান্ত কোনো বিরোধের জেরে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নতুন বাস টার্মিনাল এলাকায় একজন পরিবহন শ্রমিক কে ছুরিকাঘাত করে হত্যার খবর পেয়েছি। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এই ঘটনায় বাস টার্মিনাল এলাকায় এবং পরিবহন শ্রমিকদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।


নড়াইল

আরও পড়ুন