• ঢাকা
  • রবিবার , ১৩ জুলাই ২০২৫ , ভোর ০৪:০৪
  • ২৮ আষাঢ়, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

ধর্মপাশায় ডোবার পানিতে গোসলে গিয়ে দুই শিশুর মৃত্যু

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
ধর্মপাশায় ডোবার পানিতে গোসলে গিয়ে দুই শিশুর মৃত্যু ই-পেপার/প্রিন্ট ভিউ

ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের হীজলা গ্রামের সামনে ডোবায় রবিবার সকালে গোসল করতে নেমে ছয় বছরের দুই শিশুর এক সাথে মৃত্যু বরন করেছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, মীম (৬) পিতার নাম মামুন তার বাড়ি হরিপুর। এখানে মামার বাড়ি বেড়াতে এসেছিল। আরেক জন সাফায়েত (৬) পিতার নাম শাহিন মিয়া গ্রাম হীজলা। সকালে কাউকে কিছু না বলে হীজলা গ্রামের সামনে ডোবায় গোসল করতে নেমে দুইজন তলিয়ে যায়। এলাকায় লোকজন দেখতে পেয়ে পরে তাদেরকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকজন। তাদেরকে পরিক্ষা করে কর্তব্য রত ডাক্তার মৃত্য ঘোষণা করে। 

পাইকুরাটি ইউনিয়ন পরিষদের ৭ ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সোহেল মিয়া এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। 


সুনামগঞ্জ

আরও পড়ুন