ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়নে মুক্তারপুর গোদাড়া ঘাটে কাউনাই ( বড়ইয়া) নদীর পূর্ব পাড়ে গত সোমবার দিবাগত রাত ১১.৩০ মিনিটের সময় বিশেষ অভিযান চালিয়ে ১৪ বোতল মদ সহ কৃপেশ বনিক (৪৮) নামের এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে ধর্মপাশা থানা পুলিশ।
আসামী নাম কৃপেশ বনিক (৪৮), পিতা-মৃত সুরেশ বনিক, গ্রাম-জৈনপুর, থানা-মোহনগঞ্জ, জেলা-নেত্রকোণা।
ধর্মপাশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ এনামুল হক বলেন,
০১টি নেভি ব্লু রংয়ের কাঁধ ব্যাগ সহ তাকে আটক করে। আসামীর সাথে থাকা কাঁধ ব্যাগ তল্লাশী করে ১১ (এগারো) টি কাচের বোতলে AC BLACK মদ, মোট মূল্য অনুমান ১১,০০০/- টাকা উদ্ধারপূর্বক জব্দ তালিকামূলে জব্দ করে । মদ অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে আসছিল বলে স্বীকার করে। আসামীর বিরুদ্ধে ধর্মপাশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করতঃ তাহাকে জেল হাজতে প্রেরণ করা হইয়াছে।