ফয়সাল আজম অপু, স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জের পোলাডাঙ্গায় দুই দিন ধরে নিখোঁজ থাকার পর তালাবদ্ধ বাড়ির ভেতর থেকে রুহুল আমিন কবীর নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পোলাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় এই মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবক পোলাডাঙ্গা দক্ষিণপাড়া গ্রামের মৃত বদিউজ্জামানের ছেলে রুহুল আমিন কবির (৪২)।
পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, ১০ বছর আগে সংসারে বনিবনা না হওয়ায় স্ত্রীর সাথে ডিভোর্সের পর দোতলা বাড়িতে একায় থাকতেন নিহত রুহুল আমীন কবির। গত দুই দিন থেকে তার কোন সন্ধান পাচ্ছিলেন না স্বজনরা। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে ভেন্টিলেটর দিয়ে বাড়ির মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ বাইরের তালা ভেঙে মরদেহ উদ্ধার করে। পরে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে নেয়া হয়৷
বাইরে থেকে তালা ভেঙে মরদেহ উদ্ধার করে মরদেহ ময়নাতদন্তে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার মো. রেজাউল করিম। তিনি আরও জানান, তদন্ত সাপেক্ষে নেয়া হচ্ছে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা।