• ঢাকা
  • মঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫ , রাত ১২:২০
  • ৩ অগ্রহায়ণ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

সাতক্ষীরা কালিগঞ্জে মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
সাতক্ষীরা কালিগঞ্জে মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ই-পেপার/প্রিন্ট ভিউ

শেখ মারুফ হোসেন,  সাতক্ষীরা জেলা প্রতিনিধি : 

 শিক্ষার তরে এসো সেবার তরে বেরিয়ে যাও, শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা কালীগঞ্জে মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

(১৬ এপ্রিল) বুধবার দূপুর ২টায় স্কুলের ক্লাসরুমে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাহমিনা পারভীনের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন এডহক কমিটির সভাপতি এস এম হাফিজুর রহমান,বক্তব্যে তিনি বলেন  

ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত করে দেশ ও জাতির জন্য সম্পদে পরিণত করাই শিক্ষকদের উদ্যেশ্য। 

এ উদ্যেশ্য বাস্তবায়ন ও সুহৃদ-এর স্বপ্ন পূরণে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষানুরাগী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকবৃন্দ অভিভাবকদের সার্বিক সহযোগিতা ও পরামর্শ খুবই প্রয়োজন। আবার দেখা যায় শিক্ষার্থীর পড়াশোনার বিষয়ে শিক্ষক যদি সিরিয়াস হয়। তাহলে অনেক ক্ষেত্রে অভিভাবক সিরিয়াস হয় না। সেক্ষেত্রেও কিন্তু একজন শিক্ষার্থী ভালো স্টুডেন্ট হতে পারবেনা। এই কারণে শিক্ষক ও অভিভাবকের দুজনকেই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। তাই প্রত্যেক অভিভাবক কে বলব আপনার সন্তানকে সময় দিন। দেখা যায় এমন অনেক অভিভাবক আছে অভিভাবক সমাবেশে উপস্থিত থাকেন না। একজন অভিভাবক যদি অভিভাবক সমাবেশে উপস্থিত না থাকে। তাহলে তার সন্তানের ভবিষ্যৎ কেমন হবে।

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌতলা ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক আনিছুর রহমান হাবিবুল্লাহ, মৌতলা ইউনিয়ন যুবদলের আহবায়ক ও অত্র বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক সদস্য কাজী আবু সাঈদ, কালিগঞ্জ উপজেলা শাখার জাতীয় সাংবাদিক সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট কলম সৈনিক শেখ মারুফ হোসেন।

 অভিভাবক সদস্য বলেন শিক্ষক ও অভিভাবকের দুজনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। তহলে একজন শিক্ষার্থী সুশিক্ষায় শিক্ষিত হয়ে উঠবে। 

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি প্রধান শিক্ষক সঞ্জীব কুমার দে, সিনিয়র শিক্ষক মাওলানা রুহুল কুদ্দুস, সিনিয়র শিক্ষক পরিমল , সিনিয়র শিক্ষক মৃণাল কান্তি সানা, সিনিয়র শিক্ষক হারুনর রশিদ , শিক্ষক একরামুল হোসেন, শিক্ষক বাবলু কুমার সেন, 

 শিক্ষক হাফিজুর রহমান হাফিজ,শিক্ষক সেলিম রেজওয়ান,   শিক্ষিকা আবেদা সুলতানা, শিক্ষিকা আয়েশা সিদ্দিকা, শিক্ষিকা শাহিদা সুলতানা, শিক্ষিকা আসমা খাতুন, সাকিব মাহমুদ, মনিরুজ্জামান, কামরুজ্জামান , চন্দ্রশেখর ঘোষ, মুজিবুর রহমান, তহিদুর রহমান ,এ ছাড়া আমন্ত্রিত দশম শ্রেণীর অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন ,


সাতক্ষীরা

আরও পড়ুন