• ঢাকা
  • মঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫ , রাত ০১:২৪
  • ৩ অগ্রহায়ণ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

ভেড়ামারায় জনতা ব্যাংকের আয়োজনে র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
ভেড়ামারায় জনতা ব্যাংকের আয়োজনে র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ই-পেপার/প্রিন্ট ভিউ

মোঃ বাবুল আক্তার, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি :

ভেড়ামারায় জনতা ব্যাংকের আয়োজনে রমজান মাসব্যাপী বৈদেশিক রেমিটেন্স গ্রহিতাদের মাঝে রেফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান, অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল ১৫ই এপ্রিল, দুপুর ১২টায় জনতা ব্যাংকের ব্যবস্থাপক, এসপিও মেহেদী হাসানের সভাপতি এটি অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপ ড. সাহা চঞ্চল কুমার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া এরিয়া অফিসের সহকারি মহাব্যবস্থাপক মো: আনোয়ারুল কাদির ও এসপিও মো: জাহিদুজ্জামান।  

প্রধান অতিথির বক্তব্যে ড: সাহা চঞ্চল কুমার বৈদেশিক রেমিটেন্স যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানান। দেশের অর্থনৈতিক উন্নয়নে তাদের আরো ভূমিকা রাখার জন্য উদাত্ত আহবান জানান। 

সভাপতির বক্তব্যে মো: মেহেদী হাসান ভেড়ামারা জনতা ব্যাংকের সকল গ্রাহককে ধন্যবাদ জানান। 

বক্তব্য শেষে বৈদেশিক রেমিটেন্স গ্রহিতাদের মাঝ থেকে র‍্যাফেল ড্র এর মাধ্যমে সাধারণ ক্যাটাগরিতে ১০ জনকে, বিশেষ ক্যাটাগরিতে সর্বোচ্চ রেমিটেন্স গ্রহীতাদের মধ্য থেকে ৩ জনকে ও সকল গ্রহীতাদেরকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়।


কুষ্টিয়া

ভেড়ামারা

আরও পড়ুন