• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ১০ জুলাই ২০২৫ , রাত ০২:০০
  • ২৫ আষাঢ়, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

ভেড়ামারায় বালুভর্তি ড্রাম ট্রাকের চাকায় পৃষ্ঠ হল অটোযাত্রী: ২৪ ঘন্টা রাজপথ দাপানো এই দানবের লাগাম টানবে কে?

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
ভেড়ামারায় বালুভর্তি ড্রাম ট্রাকের চাকায় পৃষ্ঠ হল অটোযাত্রী: ২৪ ঘন্টা রাজপথ দাপানো এই দানবের লাগাম টানবে কে? ই-পেপার/প্রিন্ট ভিউ

মোঃ বাবুল আক্তার, ভেড়ামারা কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার ভেড়ামারায় বেপরোয়া গতির বালুভর্তি  ড্রাম ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে মারা গেছে অটোযাত্রী ফিরোজ আলম পুর(৩৭)। সে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা কামাল আহমেদের ছেলে। 

গতকাল বুধবার ১৬ই এপ্রিল রাত ১০টায় উপজেলার মোকাররমপুর ইউনিয়নের মধ্য গোলাপনগরে ড্রাম ট্রাক ও অটো গাড়ির সংঘর্ষে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনি মারা যান।ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।  এ নিয়ে এলাকায় ২৪ ঘন্টা রাজপথ দাপিয়ে বেড়ানো বালুভর্তি অবৈধ যানবাহন ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভের সংসার হয়।বেশ কিছুক্ষণ গাড়ি চলাচল বন্ধ থাকে। এলাকাবাসীর দাবি, অনতিবিলম্বে ড্রামট্রাকের চলাচল বন্ধ করা হোক।এসময় এলাকাবাসী ''আর কত দুর্ঘটনা ঘটলে ড্রাম ট্রাকের চলাচল বন্ধ হবে''এমন প্রশ্ন প্রশাসনের দিকে ছুড়ে দেন। 

সরেজমিনে গিয়ে এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,বাহাদুরপুর এলাকার বাসিন্দা ফিরোজ আহমেদ পুর বুধবার রাত দশটার দিকে অটোচালকের ডান পাশের সিটে বসে বাড়ি ফিরছিলেন। বিপরীত দিক থেকে আসা ভেড়ামারাগামী  দ্রুতগতির একটি ড্রাম ট্রাক তাকে বহনকারী অটোকে সজোরে ধাক্কা দেয়। পুর  অটো থেকে ছিটকে পড়লে, ড্রামট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় তার শরীরের অংশ প্রায় ৩০ মিটার মত ছড়িয়ে পড়ে। ঘাতক ড্রাম ট্রাকটি পরবর্তীতে নতুন হাট নামক জায়গা থেকে পুলিশ জব্দ করে ভেড়ামারা থানায় নিয়ে যায়। যার গাড়ি নাম্বার কুষ্টিয়া-ট(১১-২৯০৫)। ড্রাইভার পালাতক রয়েছে। এ সময় বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে এবং 

নিহতের লাশ ভেড়ামারা থানায় নিয়ে আসে। এ সময় এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়। এলাকাবাসী ভেড়ামারা উপজেলা ব্যাপি ২৪ ঘন্টা রাজপথ দাপিয়ে বেড়ানোর সকল ড্রাম ট্রাক চলাচল বন্ধের ব্যাপারে প্রশাসনের জোর হস্তক্ষেপ দাবি করে। 

অটো গাড়ির চালক মো: কাঁলাচাদ জানান,এমন মর্মান্তিক মৃত্যু তিনি জীবনে দেখেন নাই।ড্রাম ট্রাকের গতি এতই বেপরোয়া ছিল যে, সামান্য ধাক্কায় তার পাশে বসা যাত্রী ছিটকে পড়ে।এ সময় ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তার শরীর রাস্তার  প্রায় ৩০ মিটার ছড়িয়ে পড়ে। তার অটোও ভেঙ্গে চুরমার হয়ে গেছে। 

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি শান্ত করে উপস্থিত এলাকাবাসীর মাঝে সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে লাশ থানায় নিয়ে আসি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।


কুষ্টিয়া

আরও পড়ুন