আপনারা পারভেজের সুষ্ঠু বিচার চান,অথচ ছোট্ট আসিয়ার বিচারই আমাদের উপদেষ্টা দেখলো না এতো প্রমাণ থাকার পরও!এখনো কেন আছিয়া আার বিচার পেলাম না আমরা? প্রমাণ থাকার পরও মেয়েটা মারা যাওয়ার পরও? এটা কি শুধু মেয়ে বলে? আমরা মূর্খ বাঙালি চুপ হয়ে গেলাম দামাচাপা পড়ে গেলো ছোট আছিয়ার সাথে হওয়া অন্যায়ের এর বিচার ।পারভেজের সাথে যেটা হয়েছে সেটা অন্যায় তার বিচার ঠিক এই হবে।বাংলাদেশ এক অদ্ভুত দেশ। আমার ধারণা মতে, পৃথিবীর অষ্টম আশ্চর্য এখান থেকেই জন্ম নিবে। দেশে অহরহ ধর্ষক গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছে, আর এদিকে পারভেজ শুধু একটু হাঁসির কারনে কবরে। হায়রে.. আমাদের বাংলাদেশের আইন দুর্বল বলে আজকে এত অন্যায় অবিচার হচ্ছে। প্রতিদিন কোন না কোন মায়ের সন্তান পৃথিবী ছেড়ে যাচ্ছে। শুধুমাত্র আমাদের দেশের আইন দুর্বল বলে এত অপরাধ হচ্ছে। নারীর পরিচয় তুমি নারী, তুমি মমতার ভান্ডারী, তুমি জননী তুমি নারী। নারীর শাশ্বত এ রূপ আমরা আজীবন ধরেই দেখেছি। নারীও যে রুদ্ররূপ ধারণ করে অন্যায়ের প্রতিবাদ করতে জানে। নিজের দক্ষতা ও যোগ্যতা দিয়ে সমাজে সম্মানজনক অবস্থানে জায়গা করে নিতে পারে তা এখন দেখছে বিশ্ববাসী।
নারী আজ স্বয়ংসিদ্ধা। তাঁরা এখন কারও উপরে নির্ভরশীল নয়। উল্টে তাঁদের উপরই দাঁড়িয়ে আছে পরিবার। আবার কখনও তাঁদের উপরেই নির্ভর করছে কোনও দেশের ভাগ্য বা কোম্পানির ভবিষ্যৎ।
বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর,
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
বিশ্বে যা-কিছু এল পাপ-তাপ বেদনা অশ্রুবারি,
অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী।
যত কথা হইল কবিতা, শব্দ হইল গান।
নর দিল ক্ষুধা, নারী দিল সুধা…
প্রত্যেকটি মানুষের সফলতার
পেছনেই রয়েছে একজন নারীর
আত্মত্যাগের কাহিনী। যারা সবসময়
থেকে যান পর্দার পেছনেই।
তাই নারীর প্রতি সহানুভূতি নয়, সম্মান প্রদর্শন করুন। যে জাতি নারীদের সম্মান করতে পারে না, সে জাতির উন্নতি অসম্ভব। আমাদের দেশের আইন ব্যবস্থা কঠোর করতে হবে তাহলে দেশের অপরাধ ৫০%পার্সেন্ট কমে যাবে। যে দেশের আইন ব্যবস্থা এরকম দুর্বল এরকম অন্যায় হত্যা নারী নির্যাতন হবে এই অস্বাভাবিক কিছু না। অন্য দেশগুলাতে ঠিকই আইন কঠোর কিন্তু আমাদের বাংলাদেশ প্রশ্ন তুললে বলা হয় কিছু করার নাই আইন ব্যবস্থা নাকি এরকম দুর্বল। দেশ তো স্বাধীন করলাম আমরা দেশের আইন শক্ত করা কাজে লেগে যাওয়া উচিত? দেশের আইন শক্ত করা হোক তাহলে অন্যায় অনেকটাই কমে যাবে । জুলাই আমাদের চেতনা।জুলাই আমাদের প্রেরণা। জুলাই আমাদের গর্ব,জুলাই আমাদের অহংকার। জুলাই আমাদের সত্য, জুলাই আমাদের বিশ্বাস। জুলাইয়ের প্রেরনা দিতে হবে ঘোষণা। আমরা আমাদের শহীদ ভাই বোনদের খুনের বিচার আমরা আমাদের বাংলাদেশের মাটিতেই দেখতে চাই। জুলাই বাংলাদেশকে নতুন পথ দেখাবে ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। ✊✊✊ লেখা,,(ফাইজা রহমান অনু)