• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ১৭ জুলাই ২০২৫ , সকাল ০৬:৩৭
  • ২ শ্রাবণ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

বেরোবিসাসের বর্ষসেরা ফিচার রিপোর্টার হলেন ঢাকা মেইলের কামরুজ্জামান পুলক

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
বেরোবিসাসের বর্ষসেরা ফিচার রিপোর্টার হলেন ঢাকা মেইলের কামরুজ্জামান পুলক ই-পেপার/প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার রংপুর।

বেরোবিসাসের বর্ষসেরা ফিচার রিপোর্টার হলেন ঢাকা মেইলের কামরুজ্জামান পুলক

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) সেরা ফিচার রিপোর্টার হলেন ঢাকা মেইলের প্রতিনিধি এবং সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান পুলক। তিনি ঢাকা মেইল অনলাইন পোর্টালে "বউয়ের চেইন বিক্রি করে চিকিৎসা চালাচ্ছেন আন্দোলনে গুলিবিদ্ধ আরিফ" এই শিরোনামের ফিচার করে সেরা ফিচার রিপোর্টার হিসেবে মনোনীত হন। 

তিন ক্যাটাগরিতে ৩ জনকে মিডিয়া অ্যাওয়ার্ড দিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস)। অনুসন্ধানী, ফিচার এবং বর্ষসেরা ভিডিও রিপোর্টার এই তিন ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয়েছে। গত এক বছরে করা ২০২৪-এর ডিসেম্বর পর্যন্ত প্রতিবেদনে বিচারকের রায়ে এ পুরস্কার দেওয়া হয়।

পুরস্কৃতদের মধ্যে ফিচারে পুরস্কার পেয়েছেন ঢাকা মেইলের বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদক ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রতিনিধি মো. কামরুজ্জামান পুলক। এছাড়া কালের কণ্ঠের বেরোবি প্রতিনিধি আবুল খায়ের জায়ীদ ও বর্ষসেরা ভিডিও রিপোর্টার হিসেবে দৈনিক যুগান্তর পত্রিকা ও ডেইলি ক্যাম্পাসের বেরোবি প্রতিনিধি মো. আনোয়ার হোসেন এ মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন।

গত বৃহস্পতিবার (২৪ শে এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকাত আলী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেন। এ সময় বিজয়ীদের ক্রেস্ট দেওয়া হয়। 

সমিতির সদস্যদের অংশগ্রহণে এ প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন - বেরোবিসাসের সাবেক সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের সাব-এডিটর আব্দুল্লাহ আল-মাহামুদ জয়, ঢাকা পোস্টের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শিপন তালুকদার (বেরোবিসাসের সাবেক সভাপতি), আজকের পত্রিকার সাবেক বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও এখন টিভির সাবেক রিপোর্টার মো. কামরুজ্জামান হিমেল (বেরোবিসাসের সাবেক সাধারণ সম্পাদক)।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকাত আলী জানান, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা ক্যাম্পাসের দর্পণ। ১ জন শিক্ষার্থী হিসেবে তথ্যকে সবসময় ইতিবাচকভাবে তুলে ধরতে হবে। এছাড়া তাদের উচিত বিশ্ববিদ্যালয়ের ব্রান্ডিং করা।

এ মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন - বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন অর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ইলিয়াস প্রামানিক, ঢাকা পোস্টের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শিপন তালুকদার (বেরোবিসাসের সাবেক সভাপতি), দৈনিক যুগান্তর পত্রিকা ও ডেইলি ক্যাম্পাসের বেরোবি প্রতিনিধি মো. আনোয়ার হোসেন (বেরোবিসাসের বর্তমান সভাপতি)। আমার দেশ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইমন আলী (বেরোবিসাসের সাধারণ সম্পাদক), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সহ-সভাপতি আবু সাইদ, বেরোবিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান পুলকসহ সাংবাদিক সমিতির উপস্থিত বিভিন্ন মিডিয়ার সদস্যবৃন্দ।


সারাবাংলা

আরও পড়ুন