• ঢাকা
  • মঙ্গলবার , ৮ জুলাই ২০২৫ , রাত ১১:০৩
  • ২৪ আষাঢ়, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

দুর্নীতির তথ্য চাওয়ায় সাংবাদিকদের গালাগালি করলেন মসিকের প্রকৌশলী শফি কামাল

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
দুর্নীতির তথ্য চাওয়ায় সাংবাদিকদের গালাগালি করলেন মসিকের প্রকৌশলী শফি কামাল ই-পেপার/প্রিন্ট ভিউ

মোমেনা আক্তার, ময়মনসিংহ 

ময়মনসিংহ সিটি কর্পোরেশনে পরিবহন সেক্টরে নানা অনিয়ম-লুটপাটের তথ্য চাইতে গেলে সাংবাদিকদের অকথ্য ভাষায় গালাগালি করার অভিযোগ উঠেছে মসিকের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) মো: শফি কামালের বিরুদ্ধে।

বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১২ টার দিকে নগর ভবনের ৩ তলায় ঐ কর্মকর্তার কক্ষে প্রথম সারির অনলাইন নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বর ডটকম- এর ময়মনসিংহ জেলা প্রতিনিধি মো: রবিউল আউয়াল রবি ও দৈনিক মুক্ত খবরের স্টাফ রিপোর্টার মীর মো: খালেদ হাসানের সাথে অসৌজন্যমূলক আচরণ ও গালাগালির ঘটনা ঘটে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ জেলা শাখা, ময়মনসিংহ সম্মিলিত প্রেসক্লাব সহ স্থানীয় সাংবাদিকরা। সময়ের কণ্ঠস্বর ডটকম এর জেলা প্রতিনিধি মো: রবিউল আউয়াল রবি জানান, আমরা দু'জন সাংবাদিক দুপুর ১১ টার দিকে মসিকের নির্বাহী প্রকৌশলী শফি কামালের কক্ষে যাই তথ্য চাইতে, কিন্তু তিনি বহিরাগত কয়েকজনের সাথে খোশগল্প করছিলেন, প্রায় ১ ঘটনা অপেক্ষা করার পর তার কাছে পরিবহন সেক্টরের গাড়ি, মালামাল ও স্টোররুমের কথা জানতে চাইলে তিনি আমতা আমতা করেন, তখন আমার পাশে থাকা সহকর্মী সুনির্দিষ্ট করে তথ্য জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন, একপর্যায়ে অফিসের অন্যান্য কর্মচারীদের সামনেই আমাদের অকথ্য ভাষায় গালাগালি করতে থাকেন, আর বলতে থাকেন যা করার কর গা। তিনি আরও জানান, আমরা গালাগালি করতে নিষেধ করলে তিনি একপর্যায়ে মারতে আসার চেষ্টা করেন, তখন অফিসের কর্মচারীরা তাঁকে আটকে দেয়। আমরা এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে মামলার প্রস্তু‌তি নেয়া হচ্ছে বলেও জানান তিনি। দৈনিক মুক্ত খবরের স্টাফ রিপোর্টার মীর মো: খালেদ হাসান বলেন, একটি দায়িত্বশীল পদে থেকে সরকারি কর্মকর্তার এমন আচরণে আমি হতভম্ব, আমি ঐ কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক সজিব রাজভর বিপিন বলেন, একজন প্রজাতন্ত্রের কর্মচারী কারো সাথেই খারাপ ব্যবহার করতে পারে, আর সেখানে সাংবাদিকদের সাথে ঐ কর্মকর্তার অসৌজন্যমূলক আচরণ সাংবাদিক সমাজের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কর্তৃপক্ষের প্রতি আহবান ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক অভিযোগের বিষয়ে জানতে চাইলে মসিকের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) মো: শফি কামাল বলেন, আসলে আমার মাথা ঠিক ছিল না, তাই এমন ঘটনা ঘটেছে। এ বিষয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সচিব সুমনা আল মজীদ জানান, একজন সাংবাদিক তথ্য চাইতেই পারে সেক্ষেত্রে তাকে সহযোগিতা করতে হবে। কিন্তু কোন সাংবাদিককে কর্মকর্তারা গালাগালি করতে পারে না। এ বিষয়ে আমি অবশ্যই ব্যবস্থা নেব।


ময়মনসিংহ

আরও পড়ুন