মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।
নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য মো. মিরাজ ফকিরের উপর হামলা করে তার ডান হাতের কবজি বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
শনিবার ২৬ এপ্রিল সকালে সাংবাদিকদের এ বিষয় নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান।
জানা গেছে, গত ২২ এপ্রিল মঙ্গলবার লোহাগড়ার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামের কাজী সমর্থিত লোকজনদের নেতাকর্মীদের হামলায় কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফকির মিরাজুল ইসলামের ডান হাতের কবজি বিচ্ছিন্নসহ ৪ জন আহত হয়।ওই ঘটনার পর হামলাকারীরা দেশের বিভিন্ন প্রান্তে আত্মগোপন করেন।
এদিকে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: আশিকুর রহমানের বিচক্ষণ প্রচেষ্টা ও তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে সারুলিয়া গ্রামের কামরুল ইসলাম মিন্টু কে ২২ এপ্রিল মধ্যরাতে যশোর মুড়লী মোড়ে অবস্থিত তার বাড়ি থেকে, তার বড় ভাই সাজ্জাদুর রহমান কচিকে ২৩ এপ্রিল রাতে সাতক্ষীরা জেলার সুলতানপুর পিটিআই রোডের পাশে অবস্থিত সাতক্ষীরা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শাহআলম রনির বাড়ি থেকে,এবং একই গ্রামের কাজী মিজানুর রহমানের ছেলে লিটন কাজীকে লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের তার আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করে।
অন্যদিকে পুলিশের আরেকটি টিম ২৪ এপ্রিল গভীর রাতে ঢাকার বাড্ডা থানা এলাকায় অভিযান চালিয়ে সারুলিয়া গ্রামের বাদশা কাজী ও তার ছেলে কাজী অনিক কাজী কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: আশিকুর রহমান সাংবাদিকদের বলেন মিরাজ ফকিরের উপর হামলার ঘটনায় পাঁচজনকে ঢাকাসহ বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। এবং ওই ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।