স্টাফ রিপোর্টার রংপুর।
আজ (২৬ এপ্রিল) শনিবার দুপুরে হাতীবান্ধা রেলস্টেশনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে
বুড়িমারী এক্সপ্রেস ট্রেন সরাসরি লালমনিরহাটের বুড়িমারী থেকে চলাচলের দাবিতে রোববার (২৭ এপ্রিল) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছেন বুড়িমারী-ঢাকা আন্তঃনগর ট্রেন বাস্তবায়ন আন্দোলন পরিষদের নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বুড়িমারী-ঢাকা আন্তঃনগর ট্রেন বাস্তবায়ন আন্দোলনের সমন্বয়ক সাহেদুজ্জামান কোয়েল। এ সময় আরও উপস্থিত ছিলেন, সমন্বয়ক ফারুক হোসেন নিশাত, শামসুল আলম বুলেট, ফিরোজ হোসেন ও নজরুল ইসলাম সহ অনেকেই।
দাবি আদায়ে সন্ধ্যায় মশাল মিছিলেরও ডাক দিয়েছে বুড়িমারী-ঢাকা আন্তঃনগর ট্রেন বাস্তবায়ন আন্দোলন পরিষদ।