• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ১০ জুলাই ২০২৫ , রাত ০১:১২
  • ২৫ আষাঢ়, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

রংপুরের বিভিন্ন এলাকায় শুরুতে ধুলিঝড় পরবর্তিতে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
রংপুরের বিভিন্ন এলাকায় শুরুতে ধুলিঝড় পরবর্তিতে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি ই-পেপার/প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার রংপুর।

(২৬ এপ্রিল) শনিবার রাত ১০টার দিকে রংপুর নগরীসহ জেলার বিভিন্ন উপজেলায় কালবৈশাখী ঝড়, শিলা বৃষ্টি হয়। কয়েক মিনিটের কালবৈশাখী ঝোড়ো হাওয়ায় ও শিলাবৃষ্টিতে ঘরবাড়ির পাশাপাশি ফসলের ক্ষতি হয়েছে।

রংপুরের বিভিন্ন এলাকায় শুরুতে ধুলিঝড় পরবর্তিতে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি হয়েছে। কয়েকদিন থেকে চলা তাপদাহের মাঝে হঠাৎ রাতে ঝড় বৃষ্টিতে কিছুটা স্বস্তি পেয়েছে নগরবাসী। তবে তার আগে হঠাৎ ধুলা ঝড়ের কারণে অস্বস্তিতে পড়ে নগরবাসী।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, ঝড়ের সময় গতিবেগ ছিল ১০-১২ নটিক্যাল মাইল। স্থান ভেদে ভিন্ন ভিন্ন ছিল গতিবেগ। তবে স্থায়ীত্ব কম থাকায় সর্বোচ্চ উঠেই আবার কমে যায় সঙ্গে সঙ্গে। আজকে আকাশে কালো মেঘ থাকলেও রোদ উঠেছে বলে জানানো হয়েছে আবহাওয়া অফিস থেকে।

এদিকে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের উপপরিচালক সিরাজুল ইসলাম জানান, ঝড় বৃষ্টি হলে স্বাভাবিকভাবেই ফসলের ক্ষতি হয়। তবে এখন পর্যন্ত ক্ষতির পরিমাণ সঠিকভাবে নিরুপণ করা যায়নি। তবে বিভিন্ন মাধ্যমে ক্ষতির তথ্য সংগ্রহ চলছে।

খোঁজ নিয়ে জানা যায়, দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান ঠিক বন্ধের সময় হঠাৎ ধুলা ঝড় শুরু হয়। এসময় অস্বস্তিতে পরে নগরবাসী। কিছুক্ষণ ধুলাঝড় চলার পর শুরু হয় কালবৈশাখী ঝড় আর বজ্রপাত। সেই সঙ্গে বৃষ্টি। কালবৈশাখী ঝড়ে নগরীর অনেক জায়গায় গাছপালা উপড়ে পড়েছে। কোথাও কোথাও ঘরের টিনের চাল উড়ে যায়। এসময় পুরো নগরী লোডশেডিংয়ের কবলে পড়ে। তবে কয়েকদিন ধরে দাবদাহের প্রভাবে হাঁপিয়ে ওঠা রংপুর নগরীতে ফিরেছে প্রশান্তি। সেই সঙ্গে বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন নগরবাসী। কালবৈশাখী এই ঝড়বৃষ্টি চলতি মৌসুমে এই প্রথম।

রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল জানান, কালবৈশাখীর ঝড়ে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো নিরুপণ করা হচ্ছে।

রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, রাতের ঝড়বৃষ্টির সময় বৃষ্টিপাত হয়েছে ২০ মিলিমিটার। তবে বাতাসের গতিবেগ ছিল ৮ নটিক্যাল মাইল। স্থানভেদে কোথাও কোথাও ১০-১২ নটিক্যাল মাইল ছিলো।


রংপুর

আরও পড়ুন