• ঢাকা
  • মঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫ , রাত ০১:৪০
  • ৩ অগ্রহায়ণ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

আখাউড়ায় প্রভাব খাটিয়ে বিজিবির জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ!

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
আখাউড়ায় প্রভাব খাটিয়ে বিজিবির জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ! ই-পেপার/প্রিন্ট ভিউ

 শেখ মনির হোসেন নিজাম, আখাউড়া 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্নেলবাজারে প্রভাব খাটিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জায়গা জবরদখলে নিয়ে জোর করে স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে একই এলাকার পারুল বেগম ও মনিয়ন্দ ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারন সম্পাদক খসরু গংদের বিরুদ্ধে।

জানা গেছে, উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্নেল বাজারে ১৯৬৩ সাল থেকে বর্তমান বিজিবি তাদের বিওপি ক্যাম্পসহ স্থাপনা ছিল। ১৯৮০ সালে ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলের পানির বন্যায় হাওড়া নদীর বাঁধ ভেঙে ক্যাম্পসহ বাজার ক্ষতিগ্রস্ত হলে তৎকালীন বিডিআর একই ইউনিয়নের অন্যত্র তাদের ক্যাম্পের ভবন নির্মাণ করেন। কিন্ত কর্নেল বাজারের জায়গাটি তাদের নিয়ন্ত্রণাধীন রয়েছে। সম্প্রতি এলাকার আইড়ল গ্রামের প্রয়াত ইঞ্জিনিয়ার আবু তাহের মিয়ার স্ত্রী পারুল বেগম ও একই এলাকার যুবলীগ নেতা খসরু গংয়ের নেতৃত্বে বিজিবির জায়গা জবরদখলে নিয়ে স্থাপনা নির্মাণের চেষ্টা করে। খবর পেয়ে ৬০ বিজিবি কর্তৃপক্ষ আখাউড়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার হৃদয় চন্দ্র ঘোষ এবং মনিয়ন্দ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন ঘটনাস্থলে গিয়ে স্থাপনা নির্মাণ বন্ধ করে দেন। এসময় পরবর্তী আইনগত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ওই জায়গাতে কেউ স্থাপনা নির্মাণ না করার নির্দেশ প্রদান করেন।

এসময় বিজিবি ৬০ ব্যাটালিয়নের সহকারী পরিচালক খালেদ ইমাম উপস্থিত ছিলেন। তিনি বলেন, এটা বিজিবির সম্পত্তি। স্থানীয়রা লিজের নামে এ জমিতে কোন ধরনের স্থাপনা নির্মাণ করতে পারবে না। তিনি দখলবাজদেরকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। 

অবশ্য পারল বেগম ও যুবলীগ নেতা খসরু তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। তারা জানান, জায়গাটি আমরা জেলা পরিষদ থেকে লিজ নিয়ে স্থাপনা করার চেষ্টা করছি। তবে বিজিবি যেহেতু স্থাপনা করতে বাঁধা প্রদান করেছেন আইনগত সমাধান হলেই সেখানে নির্মাণ কাজ করা হবে।


ব্রাহ্মণবাড়িয়া

আরও পড়ুন