• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ১৭ জুলাই ২০২৫ , সকাল ০৬:১৭
  • ২ শ্রাবণ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

কালিগঞ্জে পল্লীতে লিচু ভাগাভাগিকে কেন্দ্র করে গৃহবধুর আত্মহত্যার অভিযোগ

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
কালিগঞ্জে পল্লীতে লিচু ভাগাভাগিকে কেন্দ্র করে গৃহবধুর আত্মহত্যার অভিযোগ ই-পেপার/প্রিন্ট ভিউ

শেখ মারুফ হোসেন সাতক্ষীরা জেলা প্রতিনিধি: 

 সাতক্ষীরার কালিগঞ্জে মৌতলা ইউনিয়নে পশ্চিম মৌতলার শেখপাড়া গ্রামের শারাফাত হোসেনের স্ত্রী রুমা (২২) নামের এক গৃহবধূর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে। 

রুমা সাতক্ষীরার সুলতানপুর এলাকার সোহাগ গাজীর মেয়ে। বুধবার (৩০ এপ্রিল) সন্ধা সাড়ে ৫ টার দিকে এই ঘটনাটি ঘটে। 

স্থানীয়রা জানায় দুপরের দিকে বাড়ির গাছের লিচু ভাগাভাগিকে কেন্দ্র করে শাশুড়ি ও পুত্রবধু রুমার মধ্যে বাগবিতণ্ডের সৃষ্টি হয়। বাক বিতান্ডের এক পর্যায়ে গৃহবধূ রুম রাগে অভিমানে তার ঘরে যে দরজা দেয়। 

গ্রামবাসীরা আরো জানায়, গৃহবধূ রুমা দীর্ঘদিন যাবত এলাকার বাচ্চাদের প্রাইভেট পড়াতেন। এলাকার বাচ্চারা প্রাইভেট পড়তে এসে ম্যাডামকে খুঁজে না পেয়ে আশপাশে খুঁজতে শুরু করে এক পর্যায়ে ঘরের ভিতরে দাঁড়ানো অবস্থায় দেখতে পেয়ে ডাকাডাকি করতে থাকে ডাকাডাকির এক পর্যায়ে বাচ্চারা চিৎকার করে উঠলে স্থানীয়রা ছুটে আসে। পরে শাশুড়ী ও স্থানীয়রা তার কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের জানলা ভেঙে ঘরের ভেতর গিয়ে মরদেহ দেখতে পান। 

পরে থানায় খবর দিলে থানার এসআই প্রদীপ রায় ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।


সাতক্ষীরা

আরও পড়ুন