• ঢাকা
  • রবিবার , ১৩ জুলাই ২০২৫ , ভোর ০৪:১২
  • ২৮ আষাঢ়, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

জগন্নাথপুরে গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত সহ ৩ আসামী গ্রেপ্তার

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
জগন্নাথপুরে গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত সহ ৩ আসামী গ্রেপ্তার ই-পেপার/প্রিন্ট ভিউ

হুমায়ূন কবীর ফরীদি, বিশেষ প্রতিনিধিঃ

জগন্নাথপুরে গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী আঞ্জব(৪৫), লাভলু(৪৩) ও নিয়মিত মামলার আসামী রাজ্জাক (২৪)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

থানা সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া'র দিক নির্দেশনায় অত্র থানার এসআই মোহাম্মদ সাকিব হোসেন এর নেতৃত্বে এসআই রিফাত সিকদার এবং এএসআই জাহাঙ্গীর আলম সহ একদল পুলিশ ২রা মে রোজ শুক্রবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর পৌর এলাকার শেরপুর গ্রাম নিবাসী মোঃ আব্দুল জলিল এর ছেলে জগন্নাথপুর থানার মামলা নং- ১, তারিখ- ০২/০৫/ ২০২৫, ধারা- 143/447/323/324/326/307/506(2)/114/34 The Penal Code, 1860 এর আসামী রাজ্জাক মিয়া (২৪), জগন্নাথপুর উপজেলার কামারখাল গ্রাম নিবাসী আমরুজ মিয়ার ছেলে আদালত কর্তৃক পরোয়ানা ভুক্ত সিআর-২৯৬/২৪ মামলার পলাতক আসামী মোঃ আঞ্জব খান (৪৫) ও আমিন উল্লাহর ছেলে মোঃ লাভলু মিয়া (৪৩)কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ৩রা মে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেছেন থানা পুলিশ।

এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া।


সুনামগঞ্জ

আরও পড়ুন