স্টাফ রিপোর্টার রংপুর।
আজ (৫ মে) সোমবার সকাল সাড়ে ১১ টায় রংপুর প্রেসক্লাবের সামনে জুলাই গণঅভ্যুত্থান, শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ ও পিলখানা ট্র্যাজেডিসহ সব হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে রংপুরে মহানগর ছাত্রশিবির।
এতে বক্তব্য রাখেন মহানগর শিবিরের সভাপতি নুরুল হুদা, সেক্রেটারি আনিছুর রহমান, রোকেয়া বিশ্ববিদ্যালয় সভাপতি সোহেল রানা, জেলা সেক্রেটারি হামিদুল ইসলাম, মহানগর প্রচার সম্পাদক আতিকুজ্জামান আতিক, কারমাইকেল কলেজ সভাপতি মেহেদী হাসান, রংপুর সরকারি কলেজ সভাপতি সামসুল ইসলাম সহ অনেকেই।
জুলাই বিপ্লবের ৯ মাস পার হলেও বিচার দৃশ্যমান হয়নি। আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়নি। শাপলা, পিলখানা, জুলাই, ২৮ অক্টোবরসহ কোনও হত্যাকাণ্ডের বিচার হয়নি। এ সময় অবিলম্বে বিচার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন উপস্থিত বক্তারা।