• ঢাকা
  • বুধবার , ৯ জুলাই ২০২৫ , রাত ১২:৩৭
  • ২৪ আষাঢ়, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

বিশিষ্ট পাঠ ব্যাবসায়ীর উপর হামলা

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
বিশিষ্ট পাঠ ব্যাবসায়ীর উপর হামলা ই-পেপার/প্রিন্ট ভিউ

মোঃ ইলিয়াস হোসেন বিভাগীয় চিফ ব্যুরো খুলনা 

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের জোকা গ্রামে গতকাল ৬/৫/২০২৪ রোজ মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা ৬:৩০ মিনিটে চা খেতে যান লিটন নামক এক ব্যক্তি। সে একই গ্রামের সাবেক মেম্বার মৃত আলাল উদ্দিনের ছেলে। 

স্থানীয় এলাকাবী সহ বিভিন্ন এলাকার সবাই জানেন তিনি একজন বিশিষ্ট পাঠ ব্যাবসায়ী অত্র এলাকায়।

দিনভর ব্যাবসার কাজে ব্যাস্ত থাকে লিটন মিয়া। সারা দিনের ব্যাস্ততা শেষে সন্ধায় স্থানীয় গ্রামের ছোট্ট একটি মোড়ে মোঃসামীমের টং দোকানে চা খেতে যায় লিটন। এসময় বিতর্কিত হামলায় শিকার হয় সে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে সঙ্ঘবদ্ধ হয়ে আসে স্থানীয় সন্ত্রাসী-বাহিনী। তারা একই গ্রামের স্থায়ী বাসিন্দা। তাদের প্রতেকের কোমরে ছিলো দেশীয় হাতুড়ী। কাউকে কিছু না বলেই এলোপাথাড়ি ভাবে আঘাত করে এ আঘাতে গুরুত্বর আহত হয় ভুক্তভোগী সেই সাথে চা,র দোকানের মালিক মোঃ সামীমে'র বড় মেয়েও এ হামলায় শিকার হয় এবং আহত হয়। 

এসময় তার কাছে থাকা ব্যাবসার চালান নগদ অর্থ নিয়ে যায় দূবির্ত্ত সন্ত্রাসী বাহিনীরা আনুমানিক ২ লক্ষ টাকা মাত্র।

তাকে স্থানীয়রা তাৎক্ষণিক ভাবে নিয়ে যায় মহম্মদপুর উপজেলা স্বাথ্য কমপ্লেক্সে। তখন কর্তব্যরত চিকিৎসক তার শরীরের অবস্থা খুবই আশঙ্কা জনক হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রিপার্ট করে।

জানা যায় তার অবস্থা অসংখ্য জনক।  এ ঘটনা কে কেন্দ্র করে পুরো এলাকায় দু পক্ষের মধ্যে হয়ে উঠে টানটান উত্তেজনা পরিবেশ। এ সংবাদ পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে ছুটে আসে মহম্মদপুর থানা পুলিশ। পুলিশ এসে পরবর্তী উত্তেজনা পরিবেশ নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। 

এলাকাবসী জানায়,  তারা চিহ্নিত সকল প্রকার মাদক ব্যাবসায়ী সেই সাথে রয়েছে সকল ধরনের নারী'র প্রতি লালসা। তাদের ধর্ষণ গরু-ছাগল চুরি, সরকারী গাছ চুরিসহ রয়েছে একাধিক ধর্ষণের অভিযোগ।


সারাবাংলা

আরও পড়ুন