বিশ্বম্ভরপুর প্রতিনিধি:
বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পদত্যাগসহ ৩ দফা দাবিতে লংমার্চ করেছে ছাত্র জনতা ও সাধারণ নাগিরক সমাজ। বৃহস্পতিবার সকাল ১০টা উপজেলার চালবন কৃষাণচত্বর থেকে লংমার্চ শুরু হয়ে উপজেলা পরিষদের সামনে জমায়েত হয়ে আন্দোলনকারীরা বিক্ষোভ শুরু করেন। এসময় ছাত্র জনতা ও সাধারণ নাগরিক সমাজ মিছিলে মিছিলে উত্তাল হয়ে ওঠে উপজেলা পরিষদ এলাকা।
বিগত সরকারের রিয়োগপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমানের অপসারণ, দুর্নীতি, অনিয়মের বিচার, চলতি মাসের ৪ তারিখ শান্তিপূর্ণ মানববন্ধনে হামলায় জড়িতেদের আইনের আওতায় আনা, উপজেলার পর্যটন ও উন্নয়ন ধ্বংসের জন্য এ ইউএনও'র দায়বদ্ধতা তুলে ধরার দাবি জানান আন্দোলনকারীরা।
বক্তব্য দেন সুনামগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমনুদ্দুজা ইমন
শফিকুল ইসলাম জনি, বিক্ষোভের মাঝেই ঘটনাস্থলে উপস্থিত হন অতিরিক্ত জেলা প্রশাসক মো. রেজাউল করিম। পরে তিনি আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে আলোচনায় বসেন। তখন তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমানকে দশ কর্মদিবসের মধ্যে প্রত্যাহার ও হামলাকারীদের আইনের আওতায় আনার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোখলেছুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) শিল্পী রাণী মোদক।