ফয়সাল আজম অপু, স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে জেলায় কর্মরত সাংবাদিকদের তোপের মুখে পড়েছেন বিএনপি নেতা মো: নজরুল ইসলাম।
বৃহস্পতিবার (০৮ মে) বিকালে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে জেলা প্রশাসনের আয়োজিত ম্যাংগো ক্যালেন্ডার প্রণয়ন, নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদন, বিপণন, পরিবহন ও বাজারজাত সংক্রান্ত মতবিনিময় সভায় বক্তব্য দেওয়ার সময় এই তোপের মুখে পড়েন তিনি। নজরুল ইসলাম কানসাট ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি ও আম আড়তদার সমিতির সাবেক সভাপতি।
মতবিনিময় সভায় উপস্থিত গনমাধ্যম কর্মীরা জানান, সভায় জেলা প্রশাসক আব্দুস সামাদের সভাপত্বিতে বক্তব্য দেন জেলার বিভিন্ন স্তরের আমচাষী ও আড়তদাররা। এই সময় বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ও কানসাট আম আড়তদার সমিতির সভাপতি মোঃ নজরুল ইসলাম।
এই সময় তিনি বলেন, বিগত দিনে সাংবাদিকদের অপতথ্যের কারণে আমের বাজারে ধ্বস নেমেছে। চাঁপাইনবাবগঞ্জের প্রয়াত ডিসি জাহিদুল ইসলামের সময় শিবগঞ্জ উপজেলার কানসাট আমবাজার ও ঢাকার প্রবেশ পথগুলোতে প্রায় ২৫ ট্রাক আম পরিকল্পিত ভাবে ধ্বংস করা হয়। ওই আম ধ্বংসের জন্য জেলার এই সাংবাদিকরাই দায়ী। এই সময় সভায় উপস্থিত সাংবাদিকরা তার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান এবং প্রতিবাদের মুখে তিনি তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন।
সভার সভাপতি আব্দুস সামাদ সাংবাদিকদের প্রতিবাদের মুখে মাইকে ঘোষণা দেন, নজরুল ইসলামের বক্তব্য সভার সভাপতি হিসেবে এক্সপাঞ্জ করলাম। পরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং সভার কার্যক্রম শুরু হয়।
চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ বলেন, সাংবাদিকরা সব সময় পেশাদারিত্ব বজায় রেখে সংবাদ পরিবেশন করে থাকে। তার নিজস্ব কোন মতামত প্রকাশের কোন সুযোগ নেই। অযথা নজরুল ইসলাম সাংবাদিকদের নামে মিথ্যা দোষারোপ করে বক্তব্য দিচ্ছেন। এতে সাংবাদিকদের সুনাম ক্ষুন্ন হবে।
চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো.রফিকুল আলম বলেন, চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অথচ নজরুল ইসলাম সকল সাংবাদিকদের একরোখা দোষারোপ করছেন। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় সেখানে উপস্থিত সকল সাংবাদিকরা। রফিকুল ইসলাম আগামী দিনে সাংবাদিকদের সম্পর্কে নেতিবাচক মন্তব্য না করার জন্য অনুরোধ করেন।