স্টাফ রিপোর্টার:-
সারাবাংলাদেশের ন্যায় একযোগো রংপুরের পীরগঞ্জ উপজেলার শহরেও ৯ই মে ২৫ শুভ উদ্বোধন হয়েছে স্পীডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেড। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরগঞ্জ স্পীড ফাস্ট উপজেলা হাব প্রতিনিধি নাজমুল ইসলাম নয়ন । উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন, শ্রমীক কল্যাণ ফেডারেশনের পীরগঞ্জ বাস স্ট্যান্ড সভাপতি মামুনুর রশীদ, বিশিষ্ট ব্যবসায়ী দুলাল, প্রতিদিনের কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক হানিফ মিয়া, মার্চেন্ট প্রতিনিধি সুলতান মাহমুদ প্রমুখসহ অনেকে উপস্থিত ছিলেন। অতিথিদের মধ্যে বক্তারা বক্তব্যে বলেন স্পীড ফাস্ট কুরিয়ার সার্ভিস আগামীদিনে গণমানুষের জন্য ভালো কিছু কল্যাণমূলক সেবা বয়ে নিয়ে আসুক এবং বিভিন্ন দিকনির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানটির সভাপতি নাজমুল ইসলাম নয়ন বক্তব্যে বলেন স্পীড ফাস্ট কুরিয়ার শুধু কেবল একটি কুরিয়ারে নয়, এটি একটি দায়িত্ব, একটি স্বপ্ন যা দেশের প্রতিটি প্রান্তে নিরাপদ দ্রুত এবং বিশ্বাসযোগ্যো সেবা পৌঁছে দিতে প্রুতিশ্রুতিবদ্ধ। সারাবাংলাদেশে ৪৯৫টি শাখা রয়েছে।এটি কুরিয়ার দিগন্তে নতুন উদাহরণ তৈরি করবে। "স্পীড ফাস্ট কুরিয়ার সার্ভিস সবসময় আপনার পাশে " প্রতিপাদ্যকে ধারণ করে বক্তব্য শেষ করেন। এবং মাওলানা ফাত্তাহ মিয়া বিশেষ দোয়ার মাধ্যমে, অনুষ্ঠানটির সঞ্চালক ফ্রী ল্যান্সার ইমরান হক ইমনের সঞ্চালনায় সফলভাবে সমাপ্তি হয়।।