• ঢাকা
  • মঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫ , রাত ০১:৪৪
  • ৩ অগ্রহায়ণ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

জগন্নাথপুরে পলাকত আসামী সহ গ্রেপ্তার ২

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
জগন্নাথপুরে পলাকত আসামী সহ গ্রেপ্তার ২ ই-পেপার/প্রিন্ট ভিউ

হুমায়ূন কবীর ফরীদি, বিশেষ প্রতিনিধিঃ

জগন্নাথপুরে গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী সাজ্জাদ (৩৫) ও এজাহার নামীয় আসামী এনাম(৩৫)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁঞা'র দিক নির্দেশনায় অত্র থানার এসআই দিপংকর হালদার এবং এএসআই কামাল উদ্দিন সহ একদল পুলিশ ৯ই মে রোজ শুক্রবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর পৌর এলাকার পূর্ব ভবানীপুর গ্রাম নিবাসী মৃত আব্দুল জলিল এর ছেলে জগন্নাথপুর থানার ,মামলা নং-০৮, তারিখ-০৯/০৫/২০২৫ খ্রিঃ, ধারা-143/323/324/325/326/307/379/354/506(2) Penal Code-1860 এর এজাহারনামীয় আসামী এনাম মিয়া (৪০) এবং জগন্নাথপুর উপজেলার ইসহাকপুর গ্রাম নিবাসী জমশেদ আলীর ছেলে আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী সাজ্জাদ আহমদ ওরফে সাজ্জাদ (৩৫) কে গ্রেপ্তার করেন( জিআর-১২৮/২১)।এই আসামীদ্বয়কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ১০ মে রোজ শনিবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ। 

এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁঞা।


সুনামগঞ্জ

আরও পড়ুন