ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশায় " হাওরের কৃষি বৈচিত্র্যময় কৃষি " এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে(১৫-২০) ছয় দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা -২০২৫ এর উদ্ভোদন করেন প্রধান অতিথি হিসেবে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জনি রায়।
বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে এর আয়োজন করে ধর্মপাশা উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর। সারবিক সহযোগিতায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প।
মেলায় ১২ টি স্টল স্থান পায়।
উদ্ভোদনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাসুদ তুষার। অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলা মৎস্য অফিসার মাহমুদুর রহমান , উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানবেন্দ্র দাস, উপজেলা প্রকৌশলী মোঃ শাহাবুদ্দিন, উপজেলা প্রাণি সম্পদ অফিসার উৎপল কুমার সরকার, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ গিয়াসউদ্দিন, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারি, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও মেলায় আগত সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।