• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ১৭ জুলাই ২০২৫ , সকাল ০৬:৫৬
  • ২ শ্রাবণ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

ময়মনসিংহে অধিগ্রহণকৃত ভূমি মালিকদের মাঝে চেক হস্তান্তর

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
ময়মনসিংহে অধিগ্রহণকৃত ভূমি মালিকদের মাঝে চেক হস্তান্তর ই-পেপার/প্রিন্ট ভিউ

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো প্রধান, ময়মনসিংহঃ

ময়মনসিংহে অধিগ্রহণকৃত ভূমি মালিকদের মাঝে প্রায় ১৮ কোটি ৫৭ লক্ষ ৮৩৬ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। সোমবার (১৯ মে) বিকেলে জেলা প্রসাশন হল রুমে জেলা প্রশাসক মুফিদুল আলম এর সভাপতিত্বে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সুমা খাতুন চেক হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন লুৎফুন নাহার, উপ-পরিচালক (ভারপ্রাপ্ত), স্থানীয় সরকার ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ময়মনসিংহ, মোঃ আসাদুজ্জামান অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সহ ভূমি অধিগ্রহণ শাখার কর্মকর্তাবৃন্দ।

চেক বিতরণ অনুষ্ঠানে অধিগ্রহণ কর্মকর্তা সুমা খাতুন বলেন, ময়মনসিংহ বিভাগ উন্নয়নকল্পে এই ভূমি অধিগ্রহন করা হয়। তাই, অধিগ্রহণকৃত ভূমি মালিকদের মাঝে এই চেক হস্তান্তর করা হচ্ছে। আজকে ১০৬ জন অধিগ্রহণকৃত ভূমি মালিকদের মাঝে ১৮ কোটি ৫৭ লক্ষ ৮৩৬টাকার চেক হস্তান্তর করা হয়েছে।


ময়মনসিংহ

আরও পড়ুন