কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জে যুবককে কুপিয়ে বিকাশের দোকানের ২ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
সোমবার (১৯ মে) সকালে কোম্পানীগঞ্জের দক্ষিণ বুড়দেও গাংপার এলাকায় এ ঘটনা ঘটে।
কোম্পানীগঞ্জ থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগসূত্রে জানা যায় কোম্পানীগঞ্জের পশ্চিম ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ বুড়দেও গাংপার এলাকার বীর মুক্তিযোদ্ধা মৃত শমসির আলীর ছেলে ইমাদ উদ্দিন (২৭) তার বিকাশ-ফ্ল্যাক্সিলোড ব্যবসায়ী ভাইয়ের দোকানের ২ লাখ টাকা নিয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে সকালে রওয়ানা হলে গাংপারের রাস্তায় প্রতিবেশী সফিক মিয়া ও তার সহযোগিরা ইমাদকে চাকু-ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দুই লক্ষ টাকা ছিনিয়ে নেন।সফিক মিয়া ও তার সহযোগিদের সঙ্গে ইমাদের পরিবারের নানা বিষয় নিয়ে পূর্ব বিরোধ রয়েছে বলে জানা গেছে।
ছিনতাইয়ের ঘটনার পর আহতের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আক্রমণকারীরা পালিয়ে যান এবং ইমাদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় ইমাদের ভাই বিকাশ-ফ্ল্যাক্সি ব্যবসায়ী মো. আল আমিন বেলা আড়াইটার দিকে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান শুনেছি মারামারি হয়েছে। তবে অভিযোগ দেওয়া হলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।