মোঃ শফিকুল ইসলাম। মধ্যনগর (সুনামগঞ্জ)
সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের অভিযানে গরু চুরির মামলায় অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
১৫/৫/২৫মামলা নং/২,ধারা৩৭৯পেনাল কোড১৮৬০ এ অভিযুক্ত মোঃহাবিব উল্লাহ(২১)।গ্রেফতারকৃত দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের চান্দালীপাড়া গ্রামের মোঃনবী হোসেনের ছেলে।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃস্বজীব রহমান বিষয়টি নিশ্চিত করে জানান ধৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আজ ১৯/৫/২০২৫ তারিখ আদালতে প্রেরণ করা হয়েছে।।