• ঢাকা
  • রবিবার , ১৩ জুলাই ২০২৫ , ভোর ০৫:২২
  • ২৮ আষাঢ়, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

চূড়খাই বাজার ব্যবসায়ী সমিতির সভাপতির বসতঘর আগুনে পুড়িয়ে দেয়ার চেষ্টা করেছে দূর্বৃত্তরা

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
চূড়খাই বাজার ব্যবসায়ী সমিতির সভাপতির বসতঘর আগুনে পুড়িয়ে দেয়ার চেষ্টা করেছে দূর্বৃত্তরা ই-পেপার/প্রিন্ট ভিউ

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ

ময়মনসিংহ সদরের ঘাগড়া ইউনিয়নের চকনজু এলাকার বাসিন্দা ভাবখালী ইউনিয়নের চূড়খাই বাজারে বসবাসরত চূড়খাই বাজার ব্যবসায়ী সমিতি লিঃ এর সভাপতি ও বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী হাফিজ উদ্দিনের বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে অজ্ঞাত দূর্বৃত্তরা আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে।

গত ১৮ই মে(শনিবার) দিবাগত রাত আনুমানিক ১১টার পর হাফিজ উদ্দিন ও তার ভাই আশিকুর রহমান মিলনের চুড়খাই বাজারের বাসায় আগুন লাগিয়ে দেয়ার চেষ্টা করে দূর্বৃত্তরা। আগুনের বিষয় টের পেয়ে পরিবারের সদস্যদের দরজা খুলার শব্দ পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

খোঁজ নিয়ে জানা যায়,অতি সম্প্রতি চুড়খাই বাজার ও আশেপাশে প্রায়ই চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনা ঘটেছে।

বিভিন্ন কায়দায় একের পর এক অত্র এলাকায় বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ডের ঘটনা ঘটার ফলে জনগণ তাদের জানমালের নিরাপত্তা নিয়ে খুবই চিন্তিত।

হাফিজ উদ্দিনের বাসায় বসবাসরত ছোট ভাই আশিকুর রহমান মিলন বলেন,আমি একজন ব্যবসায়ী। ওই বাসায় আমরা থাকি। রাতে হঠাৎ আগুনের বিষয় টের পেয়ে আগুন দেখে আর্তচিৎকার শুরু করলে আশেপাশের লোকদের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি।

বিএনপি’র নেতা হাফিজ উদ্দিন বলেন,আমাদের বাসা ও দোকান একসাথে। আমার ধারণা প্রতিহিংসাপরায়ণ হয়ে আমার বাসা ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দিয়ে আমার ক্ষতি করার উদ্দেশ্যে দুর্বৃত্তরা আগুন লাগিয়েছিল।

স্থানীয়রা জানান,আমাদের ধারণা-প্রতিহিংসাপরায়ণ হয়ে শত্রুতাবষৎ পরিকল্পিতভাবে হাফিজ উদ্দিন ও আশিকুর রহমান মিলনের বাসায় আগুন ধরিয়ে দিয়েছিল দূর্বৃত্তরা। এ ব্যাপারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।


সারাবাংলা

আরও পড়ুন