• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ১০ জুলাই ২০২৫ , রাত ১২:৫৪
  • ২৫ আষাঢ়, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

ময়মনসিংহ সদর উপজেলা দলিল লেখক সমিতির পূর্ণাঙ্গ কমিটি নিয়ে বিতর্কের ঝড়

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
ময়মনসিংহ সদর উপজেলা দলিল লেখক সমিতির পূর্ণাঙ্গ কমিটি নিয়ে বিতর্কের ঝড় ই-পেপার/প্রিন্ট ভিউ

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো প্রধান ময়মনসিংহঃ

ময়মনসিংহ জেলা ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের আওতাধীন দলিল লেখক সমিতির সদ্য গঠিত পূর্ণাঙ্গ কমিটি নিয়ে চলছে তীব্র আলোচনা ও সমালোচনা। সদর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস কার্যালয় আওতাধীন দলিল লিখক সমিতির কোন প্রকার নির্বাচন ছাড়াই পূর্ণাঙ্গ কমিটি তালিকা প্রকাশ।

সদর সাব- রেজিস্ট্রি অফিস দলিল লেখক সমিতির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ও সম্মানিত উপদেষ্টামন্ডলী পদে যাদের নির্বাচন করা হয়েছে, তাদের নিয়ে উঠেছে নানা প্রশ্ন। অভিযোগ রয়েছে, তারা দীর্ঘদিন ধরে সুবিধাবাদী হিসেবে পরিচিত এবং পূর্বেও বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণে অগ্রগামী ছিলেন।

সূত্রমতে, সভাপতি পদে আসীন ব্যক্তি অতীতেও নানা বিতর্কের জন্ম দিয়েছেন এবং বর্তমানেও একইভাবে সুযোগ গ্রহণ করছেন। সাধারণ সম্পাদক পদপ্রার্থী সম্পর্কেও উঠেছে প্রশ্ন-তথ্য অনুসন্ধানে জানা যায়, তিনি ও অন্যান্য সদস্যদের অধিকাংশই স্থানীয় আওয়ামী লীগের ঘনিষ্ঠ সহযোগী বা দোসর।

এ নিয়ে দলিল লেখক সমাজের ভেতর অসন্তোষ ছড়িয়ে পড়েছে। অনেক সদস্য দাবি করেছেন, এই বিতর্কিত কমিটি অবিলম্বে বাতিল করে পুনরায় একটি গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করতে হবে। তারা বলেন, সুবিধাবাদীদের দিয়ে প্রকৃত দলিল লেখক সমাজের কল্যাণ হবে না বরং সংকট আরও ঘনীভূত হবে।


ময়মনসিংহ

আরও পড়ুন