হুমায়ূন কবীর ফরীদি, বিশেষ প্রতিনিধিঃ
জগন্নাথপুরে গ্রেপ্তারী পরোয়ানা ভূক্ত পলাতক আসামী সাহাঙ্গীর(৩৫), মিসির(৪০) ও আব্বাছ(৪২)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞার দিক নির্দেশনায় অত্র থানার এসআই মোহাম্মদ সাকিব হোসেন নেতৃত্বে এসআই মোঃ লুৎফর রহমান, এসআই মোঃ হামিদুর রহমান ও এএসআই মোঃ হুমায়ূন কবির বাহার সহ একদল পুলিশ ১৯শে মে রোজ সোমবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর বাজার নিবাসী সাহেব আলীর ছেলে সিআর-০৮/২৫ (জগঃ) মামলায় আদালত কর্তৃক গ্রেপ্তারী পরোয়ানা ভু্ক্ত পলাতক আসামী মোঃ সাহাঙ্গীর হোসেন (৩৫), জগন্নাথপুর গ্রাম নিবাসী মৃত ইন্তাজ আলীর ছেলে সিআর- ৯২/২৩ (জগঃ) মামলায় আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানাভু্ক্ত পলাতক আসামী মিসির আলী (৪০) ও কেশবপুর (বরাকা) গ্রাম নিবাসী হুসিসয়ার খান এর ছেলে জিআর নং-২৯৭/২০২২ মামলার গ্রেপ্তারী পরোয়ানাভু্ক্ত পলাতক আসামী আব্বাছ খান (৪২)কে তাদের নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ২০ শে মে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞা।