• ঢাকা
  • মঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫ , রাত ১২:৩১
  • ৩ অগ্রহায়ণ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

তাহিরপুরে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক।

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
তাহিরপুরে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক। ই-পেপার/প্রিন্ট ভিউ

নিজস্ব প্রতিবেদক 

সুনামগঞ্জের তাহিরপুরে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলো তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বারহাল গ্রামের ফারুক মিয়া (৩৬), শিমুলতলা গ্রামের রানা মিয়া (২১) এবং পার্শ্ববর্তী কামড়াবন্দ গ্রামের সারোয়ার মিয়া (১৯)।

জানা যায়, শুক্রবার ২৩ শে মে মধ্যরাতে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের একটি টিম উপজেলার শিমুলতলা গ্রামের শাহজাহানের বসত ঘরে অভিযান চালায়। এসময় ১৭ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হাফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শাহজাহানের বাড়িতে অভিযান চালিয়ে তিনজনকে হাতে নাতে আটক করা হয়েছে। এসময় শাহজাহান পালিয়ে যায়। এ ঘটনায় পলাতক শাহজাহানকে আসামি করে তাহিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


তাহিরপুর

সুনামগঞ্জ

মাদক

আরও পড়ুন